বন্যায় বিধ্বস্ত কেরল। ছবি: এএফপি।
কেরলের পাশে গোটা বিশ্ব। তাতে কী করে পিছিয়ে থাকতে পারেন দেশের ক্রীড়াবিদরা? থাকেনওনি। সুদূর ইংল্যান্ডে বসে কেরলের মানুষদের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন স্বয়ং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি।একইভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বিরাট কোহালি টুইটারে লেখেন, ‘‘কেরলের সব মানুষের প্রতি আমার অনুরোধ যতটা সম্ভব ঘরের ভিতরে থাকুন। আশা করি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফকে ধন্যবাদ তাদের সমর্থনের জন্য। সবাই সাবধানে থাকুন।’’
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ভিডিও বার্তা পোস্ট করে বলেন, ‘‘কেরলের বড় সমর্থন দরকার। চলুন আমরা সবাই পাশে দাড়াই।’’ সানিয়া মির্জাও তাঁর কেরলের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তাঁদের পাশে থাকার কথা বলেছেন। শুধু ভারতীয়রাই নন, গোটা বিশ্ব থেকে কেরলের পাশে থাকার বার্তা এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই বার্সেলোনা এফসি ও লিভারপুল এফসি সমর্থকদের উদ্দেশে কেরলের মানুষের পাশে থাকার আর্জি জানিয়েছে।
লিভারপুল এফসি টুইটে লিখেছে, ‘‘কেরলের মানুষের পাশে আমরা রয়েছি। যারা যে কোনওভাবে সাহায্য করতে পারবে তারা যার যার রাজ্যের সমর্থকদের ক্লাবে যোগাযোগ করুন।’’ লিভারপুলের পাশাপাশি একিভাবে পাশে দাড়ানোর কথা বলেছেন বার্সেলোনাও। তারাও সমর্থনের ডাক দিয়েছে। পাশে থাকার কথা বলেছে। লা লিগা তাদের টুইটার হ্যান্ডলে, লিখেছে, ‘কেরলের জন্য প্রার্থণা’। এ ভাবেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কেরলের কথা।
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা ' 😞
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা '
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা ' 😞
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা ' 😞
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা
আরও পড়ুন কেরলে বন্যা পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী ৫০০ কোটির ত্রাণ ঘোষণা ' 😞