ধওয়ানের বিকল্প কে হতে পারেন চলছে জল্পনা। ছবি- রয়টার্স
ঋষভ পন্থ না শ্রেয়াস আইয়ার? শিখর ধওয়নের পরিবর্ত হিসেবে ইংল্যান্ডে যাবেন কে? চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় শিখরের পরিবর্তের নাম নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ভারতের ক্রিকেটমহলে।
গত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেই আঙুলে চোট পান শিখর। আজ, মঙ্গলবার স্ক্যান রিপোর্টে জানা যায় ধওয়নের বুড়ো আঙুলে চিড় ধরেছে।
এই অবস্থায় শিখরের বিকল্প হিসেবে শোনা যাছে ঋষভ অথবা শ্রেয়াসের মধ্যে কেউ একজন বিকল্প হতে পারেন শিখরের।
আইপিএলে দারুণ খেলেছেন পন্থ। একার হাতে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন বাঁ হাতি বিধ্বংসী ব্যাটসম্যান। তাঁকে দলে নেওয়া হলে কোহালির হাতে বড় শট খেলার মতো ব্যাটসম্যানের সংখ্যা বাড়বে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার্দিক পাণ্ড্য ব্যাট হাতে ঝড় তোলার সময়ে স্ট্রাইক রোটেট করতে থাকেন কোহালি। পন্থ দলে জায়গা পেলে সুবিধাই হবে ভারতের। অবশ্য অভিজ্ঞতা কম পন্থের।
কুইজ খেলুন : ২২ গজে শিখর ধওয়ন
আরও পড়ুন: জনপ্রিয় ক্রিকেটার কে? টুইটার দুনিয়া বিভক্ত ধোনি-কোহালিতে
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়ে অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছিলেন নির্বাচকরা। সেই কারণে পন্থের আগে দলে ঢুকেছিলেন দীনেশ কার্তিক। কিন্তু, পরে পন্থকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়। এখন অবশ্য পরিস্থিতি বদলে গিয়েছে। পন্থের জন্য বিশ্বকাপের দরজা খুলে যেতেই পারে।
পন্থের পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ারের নামও বিকল্প হিসেবে উঠে আসছে। চার নম্বরে বিশেষজ্ঞ ব্যাটসম্যান আয়ার। তাঁকেও ডাকা হতে পারে দলে। ইংল্যান্ডের বিমানে ওঠার টিকিট কার হাতে এখন উঠবে, সেটাই দেখার।