সার্বিয়ার জয়, মাঠে হাতাহাতি

সার্বিয়া অধিনায়কের যে দুরন্ত গোলের পরেও বিশ্বকাপের এই ম্যাচ কলঙ্কিত হয়ে থাকল সংযুক্ত সময়ে দু’দলের তর্কাতর্কি ও হাতাহাতির জন্য। সংযুক্ত সময়ে খেলার মাঝেই বল মাঠের বাইরে গিয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০৫:১৩
Share:

উত্তপ্ত: সার্বিয়া-কোস্তা রিকা ম্যাচে হাতাহাতি। ছবি: গেটি ইমেজেস

রাশিয়ার আলেকজান্দার গোলোভিন এবং পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে ফের ফ্রি-কিক থেকে এই বিশ্বকাপের তৃতীয় গোল হল রবিবার। কোস্তা রিকার বিরুদ্ধে যে গোল করে সার্বিয়াকে জেতালেন আলেকজান্দার কোলারভ। সার্বিয়া অধিনায়কের যে দুরন্ত গোলের পরেও বিশ্বকাপের এই ম্যাচ কলঙ্কিত হয়ে থাকল সংযুক্ত সময়ে দু’দলের তর্কাতর্কি ও হাতাহাতির জন্য। সংযুক্ত সময়ে খেলার মাঝেই বল মাঠের বাইরে গিয়েছিল। বলটি ধরেন কোস্তা রিকার সহকারী কোচ মারিন। নিজের কাছেই তা রাখার চেষ্টা করছিলেন। ছিনিয়ে নিতে যান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মাতিচ। প্রথমে তর্কাতর্কি শুরু হয় দু’জনের মধ্যে। সঙ্গে সঙ্গে মাতিচকে ঘিরে ধরেন কোস্তা রিকার ফুটবলাররা। সার্বিয়ার ফুটবলার সের্গেই মিলিনকোভিচ-সাভিচ পরিস্থিতি অন্য দিকে গড়াচ্ছে দেখেই জটলার দিকে ছুটে যান। মাতিচকে শান্ত করে হাত ধরে টেনে আনছিলেন তিনি। কিন্তু হঠাৎই কোস্তা রিকার ডিফেন্ডার কেন্দাল ওয়াটসন ছুটে এসে ধাক্কা দেন মাতিচকে। তার পরেই কোস্তা রিকার অন্যান্য ফুটবলারদের সঙ্গে শুরু হয় মাতিচের ধাক্কাধাক্কি। রেফারির মধ্যস্থতায় শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement