দাপট: তাইল্যান্ডের প্রতিপক্ষকে ৫-০ হারানোর পরে মেরি কম। নিজস্ব চিত্র
ছয় বারের চ্যাম্পিয়ন মেরি কম ফের পদক জয়ের দিকে। রাশিয়ার উলান উদিতে আয়োজিক মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি মঙ্গলবার ৫-০ জিতলেন তাইল্যান্ডের জুটাপাস জিপংয়ের বিরুদ্ধে। তৃতীয় বাছাই মেরি সেই জয়ের সুবাদেই পৌঁছে গেলেন শেষ আটে।
এ দিন প্রথম তিন মিনিট দেখে নেওয়ার পরই ম্যাচের দখল নেন মেরি। পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেন তিনি। তাইল্যান্ডের জুটাপাস যথেষ্ট অভিজ্ঞ বক্সার। তিনিও ম্যাচ জেতার জন্য শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকা নেন। কিন্তু শেষ পর্যন্ত মেরির সামনে দাঁড়াতে পারেনননি তিনি। বিশ্ব মঞ্চে আরও একটি পদক জেতার জন্য মেরিকে এরপর লড়তে হবে কলম্বিয়ার লোরেনা ভিক্টোরিয়া ভ্যালেন্সিয়ার সঙ্গে। এই খেলাটি হবে ১০ অক্টোবর। লোরেনাকে বৃহস্পতিবার হারাতে পারলে ৫১ কেজি বিভাগে প্রথম বার পদক জেতার গৌরব অর্জন করবেন মেরি।
লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী মেরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের দিকে এগোলেও হতাশ করলেন সুইটি বোড়ো। ৭৫ কেজি বিভাগে শেষ ষোলোয় আটকে গেলেন তিনি। দ্বিতীয় বাছাই লুসি প্রিসের কাছে হেরে গেলেন তিনি। ৩-১ গেমে জিতলেন কমনওয়েলথ গেমসের পদকজয়ী লুসি। তবে মেরির মতোই কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় দলের আর এক মেয়ে বক্সার মঞ্জু রানি। তিনি ৪৮ কেজি বিভাগে লড়ছেন।