Death

ম্যাচ খেলতে গিয়ে চোট, পরে ছত্তিসগড়ের হাসপাতালে মৃত্যু হল আরও এক খেলোয়াড়ের

চোট পাওয়ার সঙ্গে সঙ্গে শান্তিকে মাকড়ী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শনিবার সকালে মারা যান তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ২০:৩৮
Share:

—প্রতীকী চিত্র

খেলতে গিয়ে চোট পেলেন এক মহিলা কবাডি খেলোয়াড়। সেই চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। ছত্তিসগড়ের রায়পুরে এলাকায় ঘটনাটি ঘটে। শান্তি মাদবি নামের সেই খেলোয়াড় শুক্রবার চোট পেয়েছিলেন।

Advertisement

চোট পাওয়ার সঙ্গে সঙ্গে শান্তিকে মাকড়ী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শনিবার সকালে মারা যান তিনি। ছত্তিসগড় অলিম্পিক্স কমিটির অধীনে একটি ম্যাচ খেলা হচ্ছিল। সেই ম্যাচেই চোট পান শান্তি।

তাঁর মৃত্যুতে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। তিনি ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তাঁর পরিবারকে। এই সপ্তাহের শুরুতে ছত্তিসগড়ের আরও এক কবাডি খেলোয়াড় মারা গিয়েছিলেন। রায়গড়ে একটি ম্যাচে আহত হয়ে ছিলেন তিনি। পরে মৃত্যু হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement