কোয়ার্টারে এরকমই ভরা দর্শকের সামনে খেলবেন ফেডেরাররা। ছবি রয়টার্স
কোয়ার্টার ফাইনাল থেকে দর্শকসংখ্যা বাড়াতে চলেছে উইম্বলডন। এতদিন পর্যন্ত স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি ছিল। তবে কোয়ার্টার ফাইনাল থেকে ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন।
ইংল্যান্ডে করোনা-আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। বেড়েছে টিকা নেওয়ার হারও। তাই সাধারণ মানুষকে খেলা দেখার আরও বেশি সুযোগ করে দিতে চাইছে ব্রিটিশ সরকার।
কোয়ার্টার ফাইনাল থেকে নোভাক জোকোভিচ বা রজার ফেডেরারদের খেলায় ১৫,০০০ আসনের সেন্টার কোর্ট কানায় কানায় ভর্তি থাকার সম্ভাবনা।
প্রথম সপ্তাহে ব্যপক জনপ্রিয় হয়েছে উইম্বলডন। শুরু থেকেই দর্শক প্রবেশের ভাবনা ছিল আয়োজকদের। কারণ প্রিমিয়ার লিগ ফুটবল বা অন্যান্য খেলায় অল্প সংখ্যক দর্শক প্রবেশ করতে দিয়ে সাফল্য পেয়েছিলেন আয়োজকরা।
কিন্তু উইম্বলডনই হতে চলেছে ব্রিটেনের প্রথম প্রতিযোগিতা, যেখানে কোনও স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে করোনা ভাইরাসের ভয় এখনও পুরোপুরি কাটেনি সেখানে।