উইম্বলডনে এগোলেন নাদাল, জোকার

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮২ নম্বর আর্জেন্তিনার জুইদো পেলা বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দু’সেটে পিছিয়ে থাকার পরে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ১-৬, ৬-৪, ৭-৬, ৭-৫ হারালেন ক্রোয়েশিয়ার তারকাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ০৪:২১
Share:

রজার ফেডেরারের নবম উইম্বলডন ট্রফি জেতার পথ কিছুটা হলেও সহজ হল বৃহস্পতিবার। বাছাই খেলোয়াড়দের গোড়াতেই বিদায় নেওয়ার মিছিল বজায় রেখেই গত বারের ফাইনালিস্ট এবং তৃতীয় বাছাই মারিন চিলিচ ছিটকে গেলেন।

Advertisement

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮২ নম্বর আর্জেন্তিনার জুইদো পেলা বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দু’সেটে পিছিয়ে থাকার পরে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ১-৬, ৬-৪, ৭-৬, ৭-৫ হারালেন ক্রোয়েশিয়ার তারকাকে। যে জয়ে প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি।

তবে, ফেডেরারের পুরনো দুই প্রবল প্রতিদ্বন্দ্বী আবার ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে উঠে গেলেন। তাঁরা— রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। দু’ঘণ্টা ২৩ মিনিট লড়াই করতে হল নাদালকে। ৬-৪, ৬-৩, ৬-৪ তিনি হারালেন মিখাইল কুকুশকিনকে। জোকোভিচ আরও সহজে জিতলেন দ্বিতীয় রাউন্ডে। ৬-১, ৬-২, ৬-৩ তিনি হারান আর্জেন্টিনার হোরাসিও জেবালোসকে। সঙ্গে জয় পেলেন অস্ট্রেলিয়ার নিক কিরিয়সও। ৬-৩, ৬-৪, ৭-৫ জেতার পথেও তিনি মারলেন ১৯টি এস। যেখানে তাঁর প্রতিপক্ষ রবিন হাস মারেন সাতটি এস। ছিটকে গিয়েছেন স্ট্যান ওয়ারিঙ্কা। রজার ফেডেরারের দেশের তারকাকে ৭-৬ (৭), ৬-৩, ৭-৬ (৬) হারান টমাস ফাবিয়ানো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement