প্রত্যাবর্তন: কলকাতা ময়দানে আসছেন প্লাজ়া। ফাইল চিত্র
ত্রিনিদাদ ও টোব্যাগোর ফুটবলার উইলিস প্লাজাকে আসন্ন মরসুমে খেলতে দেখা যাবে মহমেডান স্পোর্টিংয়ের জার্সিতে। আজ, বুধবার ক্লাব তাঁবুতে সেই খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে।
শোনা গিয়েছে, সাড়ে তিন মাসের চুক্তিতে তাঁকে দলে নেওয়া হয়েছে। গত মরসুমে তিনি চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগে ১৪টি ম্যাচে আট গোল করেছিলেন। গোল ছিল দুই প্রধানের বিরুদ্ধেও। তাঁকে নিয়ে চমক দিলেন মহমেডান কর্তারা।
প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ক্লাবের ফুটবল সচিব হওয়ার পরেই নতুন উদ্যমে দল তৈরি করার কাজে নেমে পড়েছে মহমেডান। এর আগে মোহনবাগানে খেলে যাওয়া কিংসলে সই করেছেন। তার পরে নামী তারকাদের মধ্যে প্লাজাকে দেখা যাবে সাদা-কালো জার্সিতে। ক্লাবকর্তারা জানিয়েছেন, আই লিগের প্রথম ডিভিসনে খেলার লক্ষ্য নিয়েই দলকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। প্লাজার সঙ্গে এ বার মহমেডান স্পোর্টিংয়ের হয়ে দেখা যেতে পারে মোহনবাগানের বেশ কিছু ফুটবলারকে। সেই তালিকায় রয়েছেন শেখ ফৈয়াজ, আজহারউদ্দিন মল্লিক, অরিজিৎ বাগুইয়ের মতো ফুটবলার। শোনা গিয়েছে, মোহনবাগানের গোলকিপার শিল্টন পালের দিকেও নজর রয়েছে মহমেডান কর্তাদের।