প্রতীকী ছবি।
আটকানো যাচ্ছে না অক্ষত আগরওয়ালকে। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা অক্ষত ক্যালকাটা হার্ড কোর্ট টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন।
ক্যালকাটা সাউথ ক্লাবে শুক্রবার সেমিফাইনালে তিনি হারান চতুর্থ বাছাই মহম্মদ ফারদিনকে। অক্ষত জেতেন ৩-৬, ৬-৩, ৬-১ গেমে। ফাইনালে তাঁর সামনে গতবারের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বাছাই অভিনাংশু বটঠাকুর। প্রথম সেমিফাইনালে বটঠাকুর ৬-১, ৭-৬ (৮-৬) গেমে হারান আদিত্য বর্ধন রায়চৌধুরিকে।
মহিলাদের সিঙ্গলসে ফাইনালে মুখোমুখি শীর্ষ বাছাই যুবরানী ব্যানার্জি ও অবাছাই মেখলা মান্না। যুবরানী সেমিফাইনালে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দেন অবাছাই শিরিন আহমেদকে। মেখলাও স্ট্রেট সেটে জেতেন। তিনি ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দেন দ্বিতীয় বাছাই শতভিসা ঘোষকে।
আরও পড়ুন: ইউরোপে কুস্তিগির বিনেশের ৪০ দিনের শিবিরের ব্যবস্থা করল কেন্দ্র সরকার
অনূর্ধ্ব ১৬ বয়েজ ফাইনালে লড়াই কেশব গোয়েল ও এথান লি-র মধ্যে। শীর্ষ বাছাই গোয়েল ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারায় রোহন আগরওয়ালকে। লি ৬-৪, ৪-৬, ৬-১ গেমে হারায় অবাছাই হর্ষ চিতলাঙ্গিয়াকে। এই ফাইনাল শনিবার।
আরও পড়ুন: পরিবারকে মিস করছেন, বড়দিনে মন খারাপের পোস্ট রোহিতের