কী করতে পারি দল জানে, মত নেহরার

নেহরা শেষ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এ বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে। এ বার সামনে অস্ট্রেলিয়া। নিজের জন্য কী লক্ষ্য স্থির করেছেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০৩:২৮
Share:

আশিস নেহরা

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে বড় চমক সম্ভবত অপেক্ষা করে ছিল পঞ্চম ওয়ান ডে-র শেষে। যখন ভারতের জয়ের পরে তিন ম্যাচের টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেন নির্বাচকেরা। যেখানে তাঁরা ফিরিয়ে আনেন বর্ষীয়ান পেসার আশিস নেহরাকে।

Advertisement

দলে ফিরে এসে সংবাদ সংস্থাকে নেহরা বলেছেন, ‘‘আমি কখনও সমালোচনা নিয়ে বিশেষ মাথা ঘামাই না। ভারতীয় ড্রেসিংরুম জানে, আমি দলের জন্য কী কী করতে পারি। অধিনায়ক জানে, নির্বাচকেরা জানে। টিমে আবার সুযোগ পেয়েছি, তার মানে আমাকে দলের কাজে
লাগতে হবে।’’

নেহরা শেষ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এ বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে। এ বার সামনে অস্ট্রেলিয়া। নিজের জন্য কী লক্ষ্য স্থির করেছেন? নেহরার জবাব, ‘‘আমার যা বয়স, তাতে খুব বেশি দূরের কথা ভাবা চলে না। আমাকে তিনটে ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। আমি একটা একটা করে ম্যাচ ধরে এগোব।’’ এর পরেই কিছুটা দার্শনিক ভাবে নেহরার মন্তব্য, ‘‘তা ছাড়া আশিস নেহরা যদি ভাল কিছু করে তা হলে খবর। আর যদি কিছু করতে না পারে, তা হলে আরও বড় খবর হয়।’’

Advertisement

আরও পড়ুন: ফিটনেস আর দায়িত্বে আরও ধারালো রোহিত শর্মা

স্মিথদের চূর্ণ করে এক নম্বরের সিংহাসনে কোহালিরা।

আপনাকে নিয়ে টুইটারে যে ব্যঙ্গ-বিদ্রুপ চলে, তাতে বিরক্ত হন না? হেসে উঠে নেহরা বলেন, ‘‘আমি জানিই না টুইটারে আমাকে নিয়ে লোকে কী বলে। তবে আমি সোশ্যাল মিডিয়ায় সে ভাবে থাকি না বলে অনেকে ভাবতে পারে, এই লোকটা জাতীয় দলে ফিরে আসার আগে কী করছিল? আমি সবাইকে বলতে চাই, প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলাম, ফিটনেসের ওপর জোর দিচ্ছিলাম। মানে দলে ফিরে আসতে গেলে যা যা করতে হয় আর কী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement