East Bengal

East Bengal: বুধবার দুপুর থেকে কী ভাবে উত্তপ্ত হল ইস্টবেঙ্গল ক্লাবের পরিস্থিতি, দেখুন ভিডিয়ো

বুধবার দুপুর থেকেই একটু একটু করে উত্তপ্ত হতে থাকে ইস্টবেঙ্গল ক্লাবের পরিস্থিতি। ঠিক কী কী ঘটেছিল, দেখুন আনন্দবাজার অনলাইনের ভিডিয়োয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ২০:৩৪
Share:

ইস্টবেঙ্গল ক্লাবে সমর্থকদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

বুধবার দুপুর থেকেই একটু একটু করে উত্তপ্ত হতে থাকে ইস্টবেঙ্গল ক্লাবের পরিস্থিতি। ঠিক কী কী ঘটেছিল, দেখুন আনন্দবাজার অনলাইনের ভিডিয়োয়।

Advertisement

দুপুর ১টা থেকেই ইস্টবেঙ্গলের বিরোধী গোষ্ঠীর সমর্থকরা ক্লাবের বাইরে জড়ো হতে থাকেন। তাঁদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার ছিল। মুখে ছিল শ্লোগান। তার মূল বক্তব্য, ক্লাবের এখনকার কর্মসমিতির সদস্যদের সরে যেতে হবে।

পাল্টা জড়ো হন কর্মসমিতির ঘনিষ্ঠ সদস্যরাও। অশান্তি হতে পারে ভেবে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল ক্লাব সংলগ্ন এলাকায়। কিন্তু দুই পক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়।

Advertisement

ঠিক কী হয়েছিল বুধবার?

পুলিশ গ্রেফতার করে ৪ জনকে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সমর্থককে তোলা হচ্ছে অ্যম্বুল্যান্সে। নিজস্ব চিত্র

মাটিতে পড়ে গেলেন সমর্থক। নিজস্ব চিত্র

পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বিরোধীদের প্রতিবাদের পদ্ধতিতে ত্রুটি থাকলেও ভবিষ্যতে ক্লাবের প্রয়োজনে তাদের লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement