সেঞ্চুরির পর গেইল। ছবি: পিটিআই।
গেইল ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড। বুধবার আরও একটা গেইল ধামাকার সাক্ষী থাকল গোটা ওয়াংখেড়ে স্টে়ডিয়াম। অনেক দিন পর ফের স্বমহিমায় দেখা গেল ক্রিস গেইলকে। বিধ্বংসী ব্যাটিংয়ে এ দিন তছনচ করে দেয় ইংল্যান্ডের বোলিং আর ফিল্ডিংকে। একের পর এক ওভারবাউন্ডারিতে স্টোকস-উইলিদের নাকানি-চোবানি খাইয়েছে। ৪৮ বলে ১১টি ওভারবাউন্ডারি এবং ৫টি বাউন্ডারিতে নিজের সেঞ্চুরিটা সেরে ফেলেন গেইল।
এ দিন টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ইংল্যান্ড দাপটের সঙ্গে খেলে ১৮২ রান করে। টার্গেটটা নেহাতই কম ছিল না। কিন্তু সেই টার্গেট যে চার উইকেটেই তুলে নেবে ভাবতে পারেননি অনেকেই। চার্লস, স্যমুয়েলস, ব্রাভোরা একের পর এক আউট হয়ে যাওয়ার পর হাল ধরেন গেইল। বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেট বাকি থাকতেই রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।