ফ্যাবিয়ান অ্যালেনের সেই ক্যাচ। ছবি: টুইটার থেকে
দৌড়ে এসে সামনে ঝাঁপ দিলেন ফ্যাবিয়ান অ্যালেন। সামনে তাঁর বাঁহাত। সেই হাতেই তালু বন্দি করলেন বলটা। বাউন্ডারিতে এমন ক্যাচ ধরে ফিরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।
অস্ট্রেলিয়ার ইনিংসে দশম ওভারে ক্যারিবিয়ান স্পিনার হেডন ওয়ালশের বলে এই ভাবে ক্যাচ নিলেন অ্যালেন। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ফিঞ্চকে ফিরিয়ে দিয়ে ম্যাচটাই যেন ঘুরিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের দিকে। পঞ্চম টি২০-তে ১৬ রানে জয় পেল ক্যারিবিয়ানরা।
অ্যালেনের নেওয়া ক্যাচ দেখে অনেক নেটাগরিক তাঁকে আন্দ্রে রাসেলের সঙ্গেও তুলনা করেছেন। মাঠে বিভিন্ন সময় দুরন্ত ক্যাচ নিয়েছেন রাসেল। সেই জন্যই এমন তুলনা। অ্যালেন নিজে ভিডিয়োটি পোস্ট করে লেখেন, “পাখি নয়, বিমান নয়, সুপারম্যান নয়, এটা তোমাদের ফ্যাবিয়ান।”
পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। রাসেল ম্যাচ শেষে বলেন, “টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে পরিষ্কার ধারণা তৈরি করে দিচ্ছে এই সিরিজগুলি। তবে বিশ্বকাপে আমরা কোন গ্রুপে আছি সেই নিয়ে ভাবছি না।”