শেষ চারে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিস গেইল না এবি ডে’ভিলিয়ার্স। টি-টোয়েন্টির দুই বিগ হিটারের কাপ যুদ্ধে কে জিতবেন সেটাই ছিল এই ম্যাচের ইউএসপি। কিন্তু নাগপুরে শুক্রবারের লড়াইয়ে দু’জনই ব্যর্থ।

Advertisement

সংবাদ সংস্থা

নাগপুর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ০৪:০৭
Share:

ক্রিস গেইল না এবি ডে’ভিলিয়ার্স।

Advertisement

টি-টোয়েন্টির দুই বিগ হিটারের কাপ যুদ্ধে কে জিতবেন সেটাই ছিল এই ম্যাচের ইউএসপি। কিন্তু নাগপুরে শুক্রবারের লড়াইয়ে দু’জনই ব্যর্থ। ব্যর্থ এবি-র দক্ষিণ আফ্রিকাও। কিন্তু মার্লন স্যামুয়েলসের ৪৩ রানের সৌজন্যে তিন উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে তিন ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়াও নিশ্চিত করে ফেললেন ডারেন স্যামিরা। ডে’ভিলিয়ার্সরা সেখানে তিন ম্যাচে দুই নম্বর হারে টুর্নামেন্টে এখন টিকে রইলেন শুধু অঙ্কের বিচারে।

এ দিন গেইল (২-১৭), আন্দ্রে রাসেলদের (২-১৮) দাপটে এক সময় দক্ষিণ আফ্রিকার ৪৬ রানে চার উইকেট চলে গিয়েছিল। ডে’ভিলিয়ার্স ফেরেন ১০ রানে। ইনিংসের হাল ধরেন কুইন্টন ডি’কক (৪৭)। শেষ পর্যন্ত ২০ ওভারে থামতে বাধ্য হয় ১২২-৮। জবাবে ব্যাট করতে নেমে গেইল ঝড় (৪) না উঠলেও ক্যারিবিয়ানরা ১৯.৪ ওভারে ১২৩-৭ তুলে জিতে যায়। অধিনায়ক স্যামি ম্যাচের পর বলেন, ‘‘শেষ ওভারে চাপের মধ্যেও আমি হাসছিলাম। ম্যাচটা যে অবস্থায় এসে দাঁড়িয়েছিল সেটা দেখে। তবে মনে একটা টেনশন ছিলই।’’ আর প্রোটিয়া অধিনায়ক ফাফ দু’প্লেসি বলছেন, ‘‘গোটা ম্যাচটাতেই মনে হচ্ছিল আমরা ওদের থেকে এক কদম পিছিয়ে আছি আর ব্যবধানটা মেটাতে তাড়া করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement