লজ্জার রেকর্ড গড়ল ক্যারিবিয়ান দল। ছবি: এপি।
গায়ানায় ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে টি টোয়েন্টি সিরি়জ নিজেদের দখলে করেছে বিরাট কোহালির ভারতীয় দল।
অধিনায়ক কোহালি ও ঋষভ পন্থের দুরন্ত পার্টনারশিপে ভর করে জেতার জন্য প্রয়োজনীয় ১৪৬ রান খুব সহজেই তাড়া করতে সক্ষম হয় ‘মেন ইন ব্লু' ব্রিগেড। ক্রিস গেল, আন্দ্রে রাসেলহীন ওয়েস্ট ইন্ডিজ দলকে গোটা সিরিজেই দুর্বল দেখিয়েছে।
এই হারের ফলে এক লজ্জার রেকর্ডের অংশীদার হয়ে গেল ক্যারিবিয়ান দল। মঙ্গলবারের হারের ফলে ১১৩ ম্যাচে নিজেদের ৫৭ নম্বর ম্যাচটি হারল বিশ্বচ্যাম্পিয়ন দল।
আরও পড়ুন: পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন মিসবা উল হক?
আরও পড়ুন: সিরিজ সেরা দাদার সাফল্যে উচ্ছ্বসিত হার্দিক
বাংলাদেশের পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক হারের তালিকায় দ্বীপপুঞ্জের দলটি এখন শীর্ষস্থানে। ১১৪ ম্যাচে ৫৬ হার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা।
এ ছাড়া নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং জিম্বাবোয়ের মতো দলগুলিও ৫০ বা তার বেশি ম্যাচ হেরেছে। ভারতকে এখনও অবধি ১১৮টি ম্যাচে ৪১টি হারের সম্মুখীন হতে হয়েছে।