১৭.৪ ওভারে রাসেলের যে ক্যাচটি ফেললেন দুশমন্থ চামিরা সেটা হয়তো এই পুরো বিশ্বকাপে তাঁর রাতের ঘুম কেড়ে নেবে যদি না পরের ম্যাচগুলি জিতে ভাল জায়গায় যায় শ্রীলঙ্কা। প্রান ফিরে পেয়ে তার পরের ওভারেই পেরেরাকে পর পর বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে বসলেন সেই রাসেল। আর সেখানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার আশা। ৭ উইকেটে ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল ক্যারিবিয়ানরা। বেঙ্গালুরুতে যেখানে ভাল রানের পিচ বলে খ্যাত সেখানেও মাত্র ১২২ রানই তোলে শ্রীলঙ্কা। দলে ব্যাক্তিগত সর্বোচ্চ রান ৪০ থিসারা পেরেরার। ওপেন করতে এসে চান্দিমাল ১৬ রান করে ও দিলশান ১২ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। বাকিদের মধ্যে ২০ রানের ইনিংস খেলেন ম্যাথিউস।
১২৩ রানের টার্গেট সামনে নিয়ে খেলতে নেমে খুব একটা সমস্যায় পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। দলে থাকলেও ব্যাট করতে নামতে হয়নি ক্রিস গেইলকে। চোট থাকায় হয়তো তাঁকে নামানোও হত না খুব বিপদ না হলে। ওপেন করতে এসে একা হাতেই দলকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন ফ্লেচার। ৬৪ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি। চার্লস, স্যামুয়েলস ও রামদিন পর পর আউট হয়ে যাওয়ার পর ফ্লেচারকে ব্যাট হাতে সঙ্গ দেন রাসেল। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন রাসেল। ম্যাচের সেরা হয়েছেন ফ্লেচার।
আরও খবর
আফগানিস্তানকে ৩৭ রানে হারিয়ে জয়ে ফিরল দক্ষিণ আফ্রিকা