সতীশকুমার শিবলিঙ্গম।
কমনওয়েলথে গেমসে তৃতীয় সোনা এল ভারতের ঝুলিতে। আর এ বারও কামাল করলেন ভারোত্তলকরাই। সব মিলিয়ে ভারতের ঘরে এল পঞ্চম পদক।
শনিবার পুরুষদের ৭৭ কেজি বিভাগে সোনা জিতলেন সতীশকুমার শিবলিঙ্গম। এ দিন শিবলিঙ্গম মোট ৩১৭ কেজি ওজন তোলেন। দ্বিতীয় হয়েছেন ইংল্যান্ডের জ্যাক ওলিভার।
২৫ বছরের সতীশ প্রথম থেকেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তাঁর দুই প্রতিদ্বন্দ্বীকে। প্রথমে একটু পিছিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ড থেকেই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন সতীশ।
এর আগে ২০১৪-র গ্লাসগোর কমনওয়েলথে গেমসেও দেশের হয়ে সোনা জিতেছিলেন সতীশ। এই নিয়ে এটি সতীশের দ্বিতীয় পদক।
! 🥇 ' !
এর আগে ভারোত্তলনের হাত ধরেই দুটো সোনা এসেছে ভারতের ঘরে। মীরাবাই চানুর পর সঞ্জিতা চানুর হাত ধরে দ্বিতীয় সোনা ওঠে ভারতের ঘরে। এ দিন সতীশের জয়ের পরই তাঁকে টুইট করে করে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।