Sports News

অজিঙ্কের জায়গায় মণীশ, মুম্বই টেস্টে অনিশ্চিত মহম্মদ শামি

একজন সুস্থ হয়ে ফিরছেন তো আর একজন চলে যাচ্ছেন চোটের কবলে। এবার টিম সমস্যায় মহম্মদ শামিকে নিয়ে। হাঁটুতে হালকা ব্যথা অনুভব করছেন তিনি। তৃতীয় টেস্টের পর থেকেই এই সমস্যা চললেও তেমন বেশি না থাকায় গুরুত্ব দেওয়া হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ১৬:১৬
Share:

মহম্মদ শামি। ছবি: এএফপি।

একজন সুস্থ হয়ে ফিরছেন তো আর একজন চলে যাচ্ছেন চোটের কবলে। এবার টিম সমস্যায় মহম্মদ শামিকে নিয়ে। হাঁটুতে হালকা ব্যথা অনুভব করছেন তিনি। তৃতীয় টেস্টের পর থেকেই এই সমস্যা চললেও তেমন বেশি না থাকায় গুরুত্ব দেওয়া হয়নি। তবে চতুর্থ টেস্টের আগে শামিকে নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। চতুর্থ টেস্ট শুরুর আগে বিরাট কোহালি জানিয়ে দিলেন, শামিকে নিয়ে সিদ্ধান্ত আজ বিকেলেই নেওয়া হবে। বলেন, ‘‘আজ বিকেলে শামিকে দেখে ওর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। মোহালি টেস্টের পর থেকেই ওর সমস্যা হচ্ছিল। তাই কোনও ঝুঁকি নিতে চাই না।’’ শামির জায়গায় শার্দুল ঠাকুরকে ব্যাকআপ বোলার হিসেবে রাখা হয়েছে।

Advertisement

২০১৫ বিশ্বকাপের পর হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছিল শামির। ১৫ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। কোহালি বলেন, ‘‘ওর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে আগে। যে কারণে ওকে জোড় করে খেলিয়ে পুরো মরসুমের জন্য ওকে হারাতে চাই না। তাই বিকেলে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে ওর কতটা বিশ্রাম দরকার বা ও বৃহস্পতিবার খেলতে পারবে কি না। এই সিদ্ধান্তের জন্য আমাদের হাতে এখনও কিছুটা সময় আছে।’’ মঙ্গলবারই কোচ অনিল কুম্বলে মহম্মদ শামি ও তাঁর ফার্স্ট বোলিং পার্টনার উমেশ যাদবের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। যদি শামি খেলতে না পারেন তা হলে তাঁর জায়গায় দলে ঢুকে পড়তে পারেন ভুবনেশ্বর কুমার। ইশান্ত শর্মাকেও বিয়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

এর মধ্যেই চোট সারিয়ে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল। বিশাখাপত্তনম টেস্টে ফিরে আবার চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। বিরাট বলেন, ‘‘রাহুল পুরো ফিট। ও আর মুরলী বিজয় দলের স্পেশালিস্ট ওপেনার হওয়ায় ওরাই মুম্বইয়ে টেস্টে ওপেন করবে।’’ এটায় পরিষ্কার পার্থিবকে নামতে হবে মিডল অর্ডারে।অন্যদিকে, আহত অজিঙ্ক রাহানের জায়গায় দলে আসছেন মণীশ পাণ্ড্য।

Advertisement

আরও খবর

মুরলী বিজয়ের আউট নিয়ে চিন্তিত নন কুম্বলে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement