শেন ওয়ার্নের স্পিনে ধাক্কা খেল অস্ট্রেলীয় ক্রিকেটের অতীত ঐতিহ্য। অধিনায়ক স্টিভ ওয়-এর সময়ে অস্ট্রেলীয় ক্রিকেট সাফল্যের শিখর ছুঁয়ে ফেলে। অথচ এ বার সেই স্টিভ ওয়কে ‘স্বার্থপর’ বললেন বিশ্বের সেরা স্পিনার ওয়ার্ন।
স্টিভের অধিনায়কত্বে খেলেছেন তিনি। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল থেকে বাদ যাওয়াটা এখনও মানতে পারেননি ওয়ার্ন। তাঁর কথায়, ‘‘স্টিভকে পছন্দ করি না তার পিছনে অনেক কারণ রয়েছে। যাঁদের সঙ্গে এত দিন খেলেছি তাঁদের মধ্যে সব থেকে বেশি স্বার্থপর ছিল স্টিভ।’’ তবে, যে ঘটনা সব থেকে বেশি ওয়ার্নকে ধাক্কা দিয়েছিল, তা হল টেস্ট দল থেকে বাদ যাওয়া। খুব অবাক হয়েছিলেন তিনি। ওয়ার্ন বলেন, ‘‘সেই সময় অধিনায়ক স্টিভ ওয়, কোচ জিওফ মার্শ এবং সহ-অধিনায়ক হিসেবে আমি টিম নির্বাচনের দায়িত্বে ছিলাম। আমি ভাল বল করতে পারিনি। ব্রায়ান লারা দারুণ ব্যাট করেছিল। আমারও ভুল ছিল। কিন্তু পরের টেস্টের জন্য দল নির্বাচনের সময় কিছুই আলোচনা হল না। ওয় নিরেট ছিল।’’
আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল দল নির্বাচনের সময়। যা বলতে গেলে এখনও মুখের ভাব বদলে যায় শেন ওয়ার্নের। ‘‘ওয়া আমাকে বলে তুমি খেলছ না। তখন আমি জানতে চাই তোমার মতে টিমে কাদের থাকা উচিৎ। তখন ওয়া আমাকে বলে, আমি এই দলের অধিনায়ক। আমি বলছি তুমি খেলছ না। আমি ১০ বছর পরও ওই ঘটনার কথা ভেবে হতাশ হয়ে পড়তাম।’’— বলেছেন ওয়ার্ন।
আরও খবর
ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিনে নেমে গেল ভারত