ভারত-বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের ফলাফল জানিয়ে দিলেন লক্ষ্মণ। —ফাইল চিত্র।
ভারত সফরে আসার আগেই বড় সড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট। ২ বছরের জন্য অধিনায়ক শাকিব আল হাসানকে নির্বাসিত করা হয়েছে। শাকিবের নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাহমুদ্দুল্লাহকে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন করে।
ব্যক্তিগত কারণে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। অনেকেই বলছেন, শাকিব-তামিম না থাকায় বাংলাদেশ দুর্বল হয়ে গিয়েছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্ণণ টি টোয়েন্টি সিরিজের বল গড়ানোর আগে বলেছেন, ‘‘এই সিরিজটা ভারতের জন্য খুবই কঠিন হতে চলেছে। শক্তিশালী দল নিয়ে খেলতে এসেছে বাংলাদেশ। তবে আমার মনে হয়, ভারত সিরিজ জিতবে ২-১ ফলাফলে।’’
এক নাগাড়ে খেলে চলেছেন বিরাট কোহালি। সেই কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে। কোহালি না থাকায় রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে দলের নেতৃত্বের ব্যাটন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন রোহিত। লক্ষ্মণ বলছেন, ‘‘রোহিত ও কেএল রাহুল এখন দারুণ ফর্মে রয়েছে। শিখর ধবন নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ব্যাটিং শক্তির জন্যই ভারত সিরিজ জিতবে বলে মনে করি।’’
আরও পড়ুন: ‘শাকিব এই ভুল করবে, ভাবতেই পারিনি’
বাংলাদেশের বোলিং শক্তি কেমন? লক্ষ্মণের মতে, মুস্তাফিজুর রহমানের উপরে চাপ বাড়বে। কারণ বাংলাদেশের বোলিং বিভাগ অপেক্ষাকৃত অনভিজ্ঞ। লক্ষ্ণণ বলছেন, ‘‘সিরিজে মুস্তাফিজুরের উপরেই চাপ পড়বে। ওদের স্পিন বোলারদের থেকে ফাস্ট বোলারদেরই অনভিজ্ঞ দেখাচ্ছে। নতুন বলে মুস্তাফিজুরকেই উইকেট তুলতে হবে।’’
আরও পড়ুন: মানসিক সমস্যা, ক্রিকেট থেকে ছুটি নিলেন ম্যাক্সওয়েল