সৌরভকে অভিনন্দন জানালেন লক্ষ্মণ। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়কের উপরে তাঁর অগাধ আস্থার কথা জানিয়ে দিলেন ১৮ বছর আগে ইডেন গার্ডেন্সে রূপকথা তৈরি করার নায়ক ভিভিএস লক্ষ্ণণ।
সৌরভকে অভিনন্দন জানিয়ে স্টাইলিশ হায়দরাবাদি বলছেন, ‘‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানাই। তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে, এ বিষয়ে আমার মনে কোনও সন্দেহই নেই। দাদা, তোমার নতুন কাজের জন্য শুভেচ্ছা রইল। তোমার সাফল্য কামনা করি।’’
প্রাক্তন হায়দরাবাদি স্টাইলিশ ব্যাটসম্যান সৌরভের দলের মিডল অর্ডার সামলাতেন। ২০০১ সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘ভেরি ভেরি স্পেশাল’ লক্ষ্ণণের ব্যাট থেকে এসেছিল ২৮১ রানের অমূল্য ইনিংস। তিনি এবং রাহুল দ্রাবিড়ের অবিশ্বাস্য ইনিংস অজিদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল সেই টেস্টে। ভারত ১৭১ রানে টেস্ট জিতেছিল। লক্ষ্ণণের প্রাক্তন অধিনায়ক বোর্ডের নতুন প্রেসিডেন্ট হওয়ার পরেই শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন। সৌরভকে নিয়ে অনেক আশা ক্রিকেটভক্তদের।
আরও পড়ুন: বৈঠকে এক বারের জন্যও বিজেপি প্রসঙ্গ তোলেননি অমিত, বললেন সৌরভ
২০০০ সালে দেশের নেতৃত্ব গ্রহণ করার পরে ভারতীয় ক্রিকেটের ছবিটাই বদলে দিয়েছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট তখন কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। ম্যাচ গড়াপেটার কালো মেঘে আচ্ছন্ন ছিল ভারতীয় ক্রিকেট। এ রকম এক সময়ে নেতৃত্ব পাওয়ার পরে সৌরভ বদলে দিয়েছিলেন দেশের ক্রিকেটকে। লক্ষ্মণ মনে করছেন, বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সৌরভ বদলে দেবেন ভারতীয় ক্রিকেটকে। প্রাক্তন সতীর্থকে ধন্যবাদ জানিয়ে সৌরভ বলছেন, ‘‘ধন্যবাদ ভিভিএস। তোমাকেও পাশে থাকতে হবে।’’ নেতা হিসেবে ‘দাদা’র সাফল্যের পিছনে অবদান ছিল লক্ষ্ণণ-দ্রাবিড়-সচিন-সহ বাকিদের। বোর্ডের নেতা হিসেবে সফল ভাবে কাজ করার জন্য সৌরভ একসময়ের সতীর্থদেরও পাশে থাকার ডাক দিচ্ছেন।
আরও পড়ুন: ভারত আর সুনীল নির্ভর নয়, বলছেন অধিনায়কই