ঋদ্ধিদের বিশেষ প্র্যাকটিসে লক্ষ্মণ

ইরানি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে অবশিষ্ট ভারতকে জেতানোর দিন কয়েকের মধ্যেই নতুন যুদ্ধে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে ভাল করার লক্ষ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০৩:৫২
Share:

লক্ষ্মণের ক্লাসে ঋদ্ধি-মনোজ। শুক্রবার।-উৎপল সরকার

ইরানি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে অবশিষ্ট ভারতকে জেতানোর দিন কয়েকের মধ্যেই নতুন যুদ্ধে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে ভাল করার লক্ষ্যে।

Advertisement

শুক্রবার ভিডিওকন মাঠে বাংলার অনুশীলনে নেমে পড়েন ঋদ্ধিমান। বাংলার ক্রিকেটারদের ভাগ-ভাগ করে ম্যাচ সিচুয়েশনে যেখানে প্র্যাকটিস করানো হয়। মানে, দু’জন করে ব্যাটসম্যানের সামনে নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট টার্গেট ছুড়ে দেওয়া। ঋদ্ধিমানের পার্টনার ছিলেন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি। এবং পুরোটাই হয় ‘ভিশন ২০২০’ ব্যাটিং কোচ ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে।

পরে লক্ষ্মণকে ইরানিতে ঋদ্ধির পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হয়। জানতে চাওয়া হয়, টেকনিকে কোনও পরিবর্তন ঘটিয়েই সফল হয়েছেন কি না ঋদ্ধি? লক্ষ্মণ সরাসরি কারও নাম করতে চাননি। বলে দেন, ‘‘বাংলা ক্রিকেটে প্রচুর প্রতিভা এখন। ঋদ্ধিমান, মনোজ, দিন্দা, প্রজ্ঞান প্রত্যেকেই ফর্মে। তা ছাড়া অনূর্ধ্ব উনিশ টিমটাও দারুণ খেলেছে। জুনিয়র টিমের সাফল্য সিনিয়র টিমকেও সাহায্য করে।’’ সঙ্গে ভিভিএস যোগ করেন, ‘‘সামনেই মুস্তাক আলি ট্রফি। নতুন ফর্ম্যাটে খেলা হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement