লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফান ডাইক।—ছবি রয়টার্স।
কাফ মাসলে চোট এখনও সারেনি। তাই বার্সেলোনার মার্কিন যুক্তরাষ্ট্র সফর বা নাপোলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলে ছিলেন না মেসি। শুক্রবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে চলতি মরসুমের লা লিগা অভিযান শুরু করছে বার্সেলোনা। যে ম্যাচে মেসি দলে রাখা হচ্ছে না বলে খবর স্পেনীয় প্রচারমাধ্যমে। বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে ছিলেন না মেসি। কোচ আর্নেস্তো ভালভার্দেও জানিয়েছেন, মেসিকে নিয়ে ঝুঁকি নেবেন না তিনি। সুস্থ হলেই মাঠে নামানো হবে মেসিকে।
এ দিকে, উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে মনোনীত হলেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফান ডাইক। বৃহস্পতিবারেই এই তথ্য জানিয়েছে ইউরোপের ফুটবলে সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা। চলতি মাসের শেষের দিকে আগামী ২৯ অগস্ট মোনাকোয় আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লটারি হবে। সেই অনুষ্ঠানেই এই তিন ফুটবলারের মধ্যে একজনের হাতে যাবে গত মরসুমের উয়েফার বর্ষসেরা ফুটবলারের সম্মান। কার হাতে এই পুরস্কার যাবে, তা ঠিক হবে উয়েফার সদস্যভুক্ত দেশের কোচ ও সাংবাদিকদের জুরি বোর্ডের মাধ্যমে।