Virendra Sehwag

‘১১ বছর আগে ভূত হয়েছিল পাকিস্তান’

টুইট করে কারও সঙ্গে মজা করেননি, এমন দিন খুব কম যায় বীরেন্দ্র সহবাগের। কারও জন্মদিন হোক বা বড়সড় কোনও ঘটনা, বরাবর তাঁর টুইটে অন্য রকম স্বাদ পেয়েছেন সহবাগ-ভক্তেরা। এতটাই মুখোরচক এবং উত্কৃষ্ট রসিকতা লুকিয়ে থাকে,যে তাঁর ফলোয়াররাও মুখিয়ে থাকেন পরের টুইটের দিকে। সোমবারও তার ব্যতিক্রম হল না।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ১৮:২৪
Share:
০১ ০৮

টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১২ রানে এক উইকেট পড়ে গেলেও শোয়েব মালিক এবং ইউনিস খান শক্ত হাতে ম্যাচের হাল ধরেন।

০২ ০৮

মাত্র এক রানের জন্য ইউনিস খানের ডবল সেঞ্চুরি হাত ছাড়া হয়ে যায়। হরভজন সিংহ রান আউট করেন ইউনিস খানকে।

Advertisement
০৩ ০৮

ইউনাস খানের আউটেও পাকিস্তানের ব্যাটিং দমে যায়নি। এর পর আরও তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন।

০৪ ০৮

মহম্মদ ইউসুফ (১৭৩), শাহিদ আফ্রিদি (১০৩) এবং কামরান আকমল (১০২)-দের ব্যাটিং-এ ভর করে পাকিস্তান ৬৭৯ রান তোলে।

০৫ ০৮

জবাবে ব্যাট করতে নেমে ভারত এক উইকেটে ৪১০ রান তুলে ড্র করে।

০৬ ০৮

বীরেন্দ্র সহবাগ ২৪৭ বলে ২৫৪ রান করেন। একটি ছয় এবং ৪৭টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

০৭ ০৮

সহবাগের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়ে ১২৮ রান করেন রাহুল দ্রাবিড়ও।

০৮ ০৮

প্রথম টেস্টে ড্র হয়। ম্যাচের সেরা হন বীরেন্দ্র সহবাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement