টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১২ রানে এক উইকেট পড়ে গেলেও শোয়েব মালিক এবং ইউনিস খান শক্ত হাতে ম্যাচের হাল ধরেন।
মাত্র এক রানের জন্য ইউনিস খানের ডবল সেঞ্চুরি হাত ছাড়া হয়ে যায়। হরভজন সিংহ রান আউট করেন ইউনিস খানকে।
ইউনাস খানের আউটেও পাকিস্তানের ব্যাটিং দমে যায়নি। এর পর আরও তিন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন।
মহম্মদ ইউসুফ (১৭৩), শাহিদ আফ্রিদি (১০৩) এবং কামরান আকমল (১০২)-দের ব্যাটিং-এ ভর করে পাকিস্তান ৬৭৯ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে ভারত এক উইকেটে ৪১০ রান তুলে ড্র করে।
বীরেন্দ্র সহবাগ ২৪৭ বলে ২৫৪ রান করেন। একটি ছয় এবং ৪৭টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
সহবাগের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়ে ১২৮ রান করেন রাহুল দ্রাবিড়ও।
প্রথম টেস্টে ড্র হয়। ম্যাচের সেরা হন বীরেন্দ্র সহবাগ।