৯৩ বছরের ফ্যানের সঙ্গে বীরেন্দ্র সহবাগ। ছবি: টুইটার।
বীরেন্দ্র সহবাগের ব্যাটে ঝোড়ো ইনিংস দেখেই অভ্যস্ত সবাই। সেঞ্চুরির পর সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি, বাউন্ডারি, ওভার বাউন্ডারির ঝড় দেখে ক্রিকেট বিশ্ব। তাঁর ফ্যান না হয়ে কি পারা যায়? কিন্তু দেশের কোনও এক কোনায় তাঁর এক ফ্যান বড় থেকে বুড়ো হয়ে গিয়েও সহবাগ নিয়ে আবেগটা একই রেখে দিয়েছেন। তাই সেই ৯৩ বছরের ফ্যানকে পেয়ে উচ্ছ্বসিত ও আবেগাপ্লুত সহবাগ। তাঁর সঙ্গে দেখা করতে পাতিয়ালা থেকে ছুটে এসেছেন চণ্ডীগড়ে।
তাঁর সঙ্গে দেখা করতে পাতিলায়ালা থেকে ছুটে এসেছেন ৯৩ বছরের বৃদ্ধ ফ্যান খবর পেয়েই ছুটে যান সহবাগ। তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন। তার পর বুকে জড়িয়ে ধরেন। এর পর সহবাগ নিজেই তাঁর সঙ্গে ছবি দিয়ে টুইট করেন। সেখানেই বেরিয়ে আসে তাঁর আবেগ। লেখেন, ‘‘ওম প্রকাশজির সঙ্গে দেখা করাটা আমাকে ছুঁয়ে গিয়েছে। ৯৩ বছর বয়সে পাতিয়ালা থেকে চণ্ডীগড় উড়ে এসেছে ওর আমার প্রতি ভালবাসা জানাতে। দাদা কো প্রণাম।’’
শুধু সহবাগ নন, ওম প্রকাশের সঙ্গে সহবাগের ছবির কোলাজ পোস্ট করে কিংস একাদশ পঞ্জাব। সেখানে লেখা, ‘এটা একটা বিশেষ মুহূর্ত বীরেন্দ্র সহবাগের জন্য। ৯৩ বছরের বয়ষ্কতম ফ্যানের সঙ্গে দেখা হওয়াটা সহবাগের জন্য বিশেষ মুহূর্ত। দু’জনের মুখেই বড় হাসি ছিল।’’
আরও পড়ুন
ডিভিলিয়ার্সের থেকে কী শিখেছিলেন বিরাট?
সহবাগ আইপিএলএ পঞ্জাব দলের মেন্টর। এই মুহূর্তে তাঁর দল তৃতীয় স্থানে রয়েছে। পরবর্তী খেলা হায়দরাবাদের সঙ্গে বৃহস্পতিবার মোহালিতে। 😄
সহবাগ আইপিএলএ পঞ্জাব দলের মেন্টর। এই মুহূর্তে তাঁর দল তৃতীয় স্থানে রয়েছে। পরবর্তী খেলা হায়দরাবাদের সঙ্গে বৃহস্পতিবার মোহালিতে।
সহবাগ আইপিএলএ পঞ্জাব দলের মেন্টর। এই মুহূর্তে তাঁর দল তৃতীয় স্থানে রয়েছে। পরবর্তী খেলা হায়দরাবাদের সঙ্গে বৃহস্পতিবার মোহালিতে। 😄