মেজাজে: জয়ের স্মারক উইকেট হাতে ক্রিস গেল। শনিবার। এএফপি
ক্রিস গেলের ব্যাটে ঝড় চলছেই। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে দু’টি সেঞ্চুরির পরে শনিবার গ্রস আইলেটে ২৭ বলে ৭৭ রান করেন তিনি। ৯টি ছয় ও পাঁচটি চার মারেন তিনি। ৫০-এ পৌঁছতে ১৯ বল নেন। যা ওয়েল্ট ইন্ডিজে দ্রুততম ওয়ান ডে হাফ সেঞ্চুরির নতুন নজির। ২০১০-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ড্যারেন স্যামি ২০ বলে ৫০ করেছিলেন। সেই নজির এ দিন ভেঙে দিলেন গেল। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে জিতে সিরিজ ২-২ করে ফেলল।
গেলের এই ঝোড়ো ইনিংস দেখে ভারতের আগ্রাসী ওপেনার বীরেন্দ্র সহবাগ রবিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসা করে লেখেন, ‘‘এই জন্যই সে ইউনিভার্স বস্। বিগ ম্যান ২৭ বলে ৭৭ রান করল! ছয়ের বৃষ্টি হচ্ছিল। কি আনন্দই না দিল ক্রিস গেল।’’
গেল ম্যাচের পরে বলেন, ‘‘৩৯ বছর বয়সে সিরিজসেরা! তরুণরা, হচ্ছেটা কী?’’ তিনি বলেছেন, ‘‘মনে হচ্ছে, আসন্ন বিশ্বকাপে অন্য দলগুলো সমীহ করবে ওয়েস্ট ইন্ডিজকে।’’ ডোয়েন ব্র্যাভোও মনে করছেন, এ বারের বিশ্বকাপে অন্য দলগুলোকে প্রবল চাপের মধ্যে রাখবে তাঁর দেশ।