Cricket

কোহালির লক্ষ্য এখন ৫-০

ম্যাচ যে সুপার ওভারে গড়াবে, তা কখনও ভাবেননি রোহিত। নিউজ়িল্যান্ড যে ভাবে এগোচ্ছিল, তাতে ভারতীয় ড্রেসিংরুম ধরে নিয়েছিল হার নিশ্চিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০৩:২৪
Share:

বিরাট কোহালি।—ছবি পিটিআই।

তাঁর দুটো ছয় সুপার ওভারে জয় এনে দিয়েছে ভারতকে। কিন্তু তাও রোহিত শর্মা মনে করেন, তিনি নন, ভারতকে জেতানোর পিছনে আসল লোক হল মহম্মদ শামি।

Advertisement

বুধবার হ্যামিল্টনে ম্যাচের সেরা ক্রিকেটার হয়ে সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, ‘‘সুপার ওভারে আমার দুটো ছয় নয়, ভারতকে জিতিয়েছে শামির শেষ ওভার। মাত্র নয় রান দরকার ছিল নিউজ়িল্যান্ডের। ব্যাট করছিল দু’জন জমে যাওয়া ব্যাটসমান। তার ওপর শিশিরের সমস্যা তো ছিলই। কিন্তু সব সামলে শামি ম্যাচটাকে সুপার ওভারে টেনে নিয়ে যায়।’’ রাতে রোহিত এও টুইট করেন, ‘‘উইলিয়ামসন দারুণ লড়াই করল। কিন্তু শামির শেষ ওভারটা ম্যাচ জিতিয়ে দিল।’’

ম্যাচ যে সুপার ওভারে গড়াবে, তা কখনও ভাবেননি রোহিত। নিউজ়িল্যান্ড যে ভাবে এগোচ্ছিল, তাতে ভারতীয় ড্রেসিংরুম ধরে নিয়েছিল হার নিশ্চিত। সাংবাদিকদের রোহিত বলেন, ‘‘আমাদের কিটব্যাগ পর্যন্ত গুছনো হয়ে গিয়েছিল। ওখান থেকে অ্যাবডোমেন গার্ড খুঁজে পেতেই পাঁচ মিনিট চলে যায়।’’ ভারতীয় ওপেনার স্বীকার করেছেন, ‘‘আমরা কখনও ভাবিনি ম্যাচ সুপার ওভারে যাবে। ওরা একটা সময় এমন ভাবে ব্যাট করছিল, মনে হচ্ছিল ম্যাচটা জিতে যাবে।’’

Advertisement

ম্যাচ টাই হওয়ার পরে ভারতীয় ক্রিকেটাররা জানতে পারেন তাঁদের সুপার ওভার খেলতে হবে। সুপার ওভার নিয়ে কি আগাম পরিকল্পনা করা সম্ভব? রোহিতের জবাব, ‘‘এমনিতে বুমরা আমাদের বিশেষজ্ঞ টি-টোয়েন্টি বোলার। ওর কাছে ইনিংসের কুড়ি নম্বর ওভার করাও যা, সুপার ওভার করাও তাই। কিন্তু ব্যাটসম্যানদের কাছে ব্যাপারটা অন্য রকম। কারা ভাল ছন্দে আছে দেখে ব্যাটিং লাইন সাজাতে হয়।’’ যে কারণে রোহিত, রাহুল এবং কোহালি ছিলেন তিন ব্যাটসম্যান।

আরও পড়ুন: সুপার ওভারে স্নায়ু সামলেই রুদ্ধশ্বাস জয়

সুপার ওভারের শেষ দু’বলে দুটো ছয় মারা নিয়ে রোহিত বলেন, ‘‘আমি দেখেছি, সুপার ওভারে বল করার সময় বোলাররা একটু নার্ভাস থাকে। সে জন্য প্রথমে ভাবছিলাম, ক্রিজে একটু নড়াচড়া করব, না স্থির হয়ে থাকব। শেষে ঠিক করি, স্থির হয়ে থাকব আর বোলারের ভুলের অপেক্ষা করব। টিম সাউদি আমার পছন্দের জায়গায় বল দুটো ফেলল আর আমি মেরে দিলাম।’’

অধিনায়ক বিরাট কোহালিও একটা সময় ভেবেছিলেন, ম্যাচ বেরিয়ে গিয়েছে। ম্যাচের পরে টিভি-তে তিনি বলছিলেন, ‘‘কেন উইলিয়ামসন দুর্দান্ত ব্যাট করল। আমি তো ভেবেছিলাম ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। কেনের জন্য খারাপই লাগছে।’’ নিউজ়িল্যান্ড ইনিংসের শেষ ওভারের শেষ বলটা যখন শামি করতে আসছেন, তখন কী ভাবছিলেন? কোহালির জবাব, ‘‘আমরা জানতাম, স্টাম্পে বল লাগাতে হবে। ব্যাটে লাগলেই রান হয়ে যাবে।’’ আরও বলেন, ‘‘রোহিত দুর্দান্ত ব্যাট করল। আমাদের ইনিংসে এবং সুপার ওভারেও। জানতাম, রোহিত একটা ছয় মেরে দিলেই বোলার চাপের মধ্যে পড়ে যাবে।’’ রবি শাস্ত্রীর টুইট, ‘‘শেষ না হলে কোনও ম্যাচই যে শেষ হয় না, তা বোঝা গেল। সুপার ম্যাচ।’’

দুটো ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়। সামনে কী লক্ষ্য? কোহালির জবাব, ‘‘অবশ্যই ৫-০ জেতার জন্য ঝাঁপাব। পাশাপাশি কয়েক জনকে সুযোগ দিতে চাই। দেখতে চাই, নদবীপ সাইনি বা ওয়াশিংটন সুন্দর এই পরিবেশে কী করতে পারে।’’ নিউজ়িল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন বলেছেন, ‘‘সুপার ওভার ভাল যাচ্ছে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের যা করার করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement