কোহালির দলের গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাদেজা।
ব্যাট হাতে যতটা দক্ষ, রিভিউ নিতে ঠিক ততটা পারদর্শী নন ভারত অধিনায়ক বিরাট কোহালি। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর নেওয়া রিভিউ ঠিকঠাক হয় না।
মঙ্গলবার রবীন্দ্র জাদেজা একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে দেখা যাচ্ছে, কোহালি রিভিউ নেওয়ার আবেদন করছেন। সেই ছবির নীচে জাদেজা লিখেছেন, “আমি কিন্তু রিভিউ নেওয়ার কথা বলিনি।”
ট্রোল করতে কোহালিরও জুড়ি নেই। সম্প্রতি যুজবেন্দ্র চাহল, কেভিন পিটারসেন, ডেভিড ওয়ার্নারদের তিনি ট্রোল করেছিলেন। জাদেজাকেও ছাড়েননি ভারত অধিনায়ক।
আরও পড়ুন: সে দিনের ঘটনা সিধু অন্য ভাবে পেশ করেছে, ২৪ বছর আগের ম্যাচ নিয়ে অভিযোগ আমিরের
বাঁ হাতি অলরাউন্ডার ছবি পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই জাদেজাকে ট্রোল করে কোহালি লেখেন, “তোর তো সবসময়ে মনে হয় আউট। রিভিউ নেওয়ার পর তোর মনে সন্দেহ জাগে।”
Dekho bhai meine nai bola hai review lene ko🤪@virat.kohli #DRS #skipper
A post shared by Ravindra Jadeja (@royalnavghan) on
কোহালির ব্যাটিং, ফিল্ডিং দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। বিশেষজ্ঞরা বলে থাকেন রিভিউ ঠিকঠাক নিতে পারেন না বিরাট।টের পিছনে মহেন্দ্র সিংহ ধোনি দাঁড়ালে কোহালি তাঁর কাছ থেকেই পরামর্শ নিয়ে রিভিউ নেন। রিভিউ নেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছেন ধোনি।ক্রিকেট মহলের অনেকেই মনে করেন, রিভিউ নেওয়ার ক্ষেত্রে কোহালিকে আরও পারদর্শী হতে হবে।