Cricket

‘বিরাট সবসময়ে ফুটছে, সিংহের মতোই ওর এনার্জি’, অধিনায়কের প্রশংসায় কোহালির সতীর্থ

কোহালি ইতিমধ্যেই ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েছেন। আরও রেকর্ড যে তিনি গড়তে চলেছেন, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ১১:৫৬
Share:

কোহালি নিজেকে নিযে গিযেছেন ধরাছোঁয়ার বাইরে। —ফাইল চিত্র।

বিরাট কোহালি অফুরন্ত এনার্জি| সব সময়েই তিনি যেন ফুটছেন কোহালির দলের গুরুত্বপূর্ণ সদস্য শ্রেয়াস আইয়ার তাঁর অধিনায়কের প্রশংসা করলেন সোশ্যাল মিডিয়ায় কোহালি ইতিমধ্যেই ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েছেন।

Advertisement

আরও রেকর্ড যে তিনি গড়তে চলেছেন, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আইয়ার কোহালি সম্পর্কে বলেছেন, "ওকে দেখে সবসময়ে মনে হয় জীবনের প্রথম ম্যাচ খেলছে। কোহালি সিংহের মতো। ওর এনার্জি লেভেল কখনওই যেন শেষ হয় না। কোহালির রান করার খিদেও দেখার মতোই।"

অধিনায়ক হিসেবে কোহালি দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভারত এখন একটা শক্তি। দেশে এবং বিদেশের মাটিতে ভারত দাপট দেখাচ্ছে। এর পিছনে রয়েছে কোহালির আগ্রাসী নেতৃত্ব।

Advertisement

আরও পড়ুন: সৌরভকে ‘বস’ চান পাকিস্তানের দানিশ

আরও পড়ুন: বিরাটে মুগ্ধ কেন, ফিঞ্চ

তাঁকে দেখে অনুপ্রাণিত হন বাকিরাও। শ্রেয়াস আইয়ার চার নম্বরে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন। বিরাটের এই এনার্জি, রানের প্রতি খিদে ছুঁয়ে যায় তাঁকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement