forbes

একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে বিরাট-মেসি-রোনাল্ডোরা কত কোটি আয় করে জানলে চমকে যাবেন

ইনস্টাগ্রামে ছবি দিয়ে কোন সেলেব কত টাকা পান? ফোর্বসের তালিকা অনুযায়ী ইনস্টাগ্রামে ছবি দিয়ে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন বিরাট কোহালি। রয়েছেন নাম করা অনেক ফুটবলার, বক্সার ও বাস্কেটবল খেলোয়াড়। এক নম্বরে রয়েছেন কে? কত নম্বরেই বা রয়েছেন কিং কোহালি? দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১২:০৮
Share:
০১ ১৭

ইনস্টাগ্রামে ছবি দিয়ে কোন সেলেব কত টাকা পান? ফোর্বসের তালিকা অনুযায়ী ইনস্টাগ্রামে ছবি দিয়ে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে রয়েছেন বিরাট কোহালি। রয়েছেন নাম করা অনেক ফুটবলার, বক্সার ও বাস্কেটবল খেলোয়াড়। এক নম্বরে রয়েছেন কে? কত নম্বরেই বা রয়েছেন কিং কোহালি? দেখে নেওয়া যাক।

০২ ১৭

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- জুভেন্তাস তারকা রয়েছেন সবার উপরে। তাঁর ইনস্টাগ্রামে করা এক একটি পোস্টের দাম প্রায় ৬৭ কোটি ২৩ লক্ষটাকা। চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে টপকে এই তালিকায় তিনিই সেরা।

Advertisement
০৩ ১৭

নেইমার- চোটের জন্য খেলেননি কোপা। টানাপড়েন চলেছে এবারের ফুটবল বর্ষ শুরুর আগেও। এখনও নিশ্চিত নন কোন দলের জার্সি দেখা যাবে তাঁর গায়। কিন্তু তাতে বোধ হয় খুব অসুবিধা নেই নেইমারের। কারণ তাঁর ইনস্টা পোস্টের দাম প্রায় ৫০ কোটি টাকা।

০৪ ১৭

লিয়োনেল মেসি- তিনিই বিশ্বের সব চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। কিন্তু ইনস্টাগ্রামে এক একটি পোস্টের দামের তালিকায় তিনি তৃতীয়। তাঁর পোস্টের দাম প্রায় ৪৫ কোটি টাকা। শুধু পায়ের জাদু নয়, তাঁর পোস্টেও মুগ্ধ বিশ্ব তা বোঝাই যাচ্ছে।

০৫ ১৭

ডেভিড বেকহ্যাম- খেলা ছেড়েছেন প্রায় ৬ বছর হয়ে গিয়েছে। কিন্তু তাঁর জৌলুস যে এখনও কমেনি তাঁর প্রমাণ পাওয়া যায় এই তালিকায়। চার নম্বরে থেকে এখনও টক্কর দিচ্ছেন অনেক তরুণের সঙ্গে। তাঁর পোস্টের দাম প্রায় ২৫ কোটি টাকা।

০৬ ১৭

লেবরন জেমস- ৩৪ বছরের এই আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় এখন খেলেন লস অ্যাঞ্জেলস লেকার্সের হয়ে। তাঁর ইনস্টাগ্রাম পোস্টের দাম প্রায় ১৮ কোটি ৭৬ লক্ষ টাকা। অলিম্পিক্সে দুটো সোনাও আছে জেমসের ঝুলিতে।

০৭ ১৭

রোনাল্ডিনহো- একসময় তাঁর পায় ফুটবল কথা বলতো। কিন্তু তিনিও ফুটবল ছেড়েছেন চার বছর আগে। তবু একটুও চিড় ধরেনি তাঁর খ্যাতিতে। তাঁর এক একটি পোস্টের দাম প্রায়১৭ কোটি ৬৫ লক্ষ টাকা। তালিকার ছ’নম্বরে তিনি।

০৮ ১৭

গ্যারেথ বেল- রিয়াল তারকার সময় খুব একটা ভাল যাচ্ছে না। জিদান যে তাঁকে দলে চাননা তা জানিয়ে দিয়েছেন। অন্য কোনও দলও এখনও পাননি তিনি। কিন্তু ইনস্টাগ্রামে তাঁর ভক্ত যে কম নয় এই তালিকা তার প্রমাণ। তাঁর পোস্টের দাম ফোর্বসের তালিকা অনুযায়ী প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।

০৯ ১৭

জ্‌লাটন ইব্রাহামোভিচ- নিজেকে তিনি সেরা মনে করেন ফুটবল বিশ্বে। কাউকেই বিশেষ পাত্তা দেন না। তবে ইনস্টাগ্রামের পোস্টে সেরা হতে পারলেন না তিনি। আট নম্বরে রয়েছেন সুইডিশ তারকা। তাঁর ইনস্টাগ্রামের এক একটি পোস্টের দাম ১৪ কোটি টাকা।

১০ ১৭

বিরাট কোহালি- ভারতীয় ক্রিকেটের ‘কিং কোহালি’ এই তালিকায় রয়েছেন নবম স্থানে। তাঁর এক একটি পোস্টের দাম প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। ক্রিকেটারদের মধ্যে তিনিই একনম্বরে।

১১ ১৭

লুই সুয়ারেজ- মেসির সতীর্থও ছেড়ে কথা বলছেন না ইনস্টগ্রামের পোস্টের হিসেবে। তালিকায় তিনি দশ নম্বর। তাঁর পোস্টের দাম প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

১২ ১৭

কনর ম্যাকগ্রেগর- তিনি ইউএফসি-র পাউন্ড ফর পাউন্ড র্যারঙ্কিং-এও একাদশ নম্বর, আবার ইনস্টাগ্রাম পোস্টের দামের তালিকাতেও। তাঁর পোস্টের দাম প্রায় ১২ কোটি টাকা। এই বক্সার কিন্তু ঘাড়ে নিশ্বাস ফেলছেন সুয়ারেজের।

১৩ ১৭

মহম্মদ সালাহ- লিভারপুলের হয়ে মাঠে নিজেকে উজার করে দিয়েছেন গত মরশুমে। মিশরের মেসি যদিও আসল মেসির থেকে এই তালিকায় বেশ দূরে। তাঁর পোস্ট প্রতি আয় প্রায় ১১ কোটি ৩৮ লক্ষ টাকা।

১৪ ১৭

স্টিফেন ক্যারি- আরেক আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়। গোল্ডেন স্টেট ওয়ারিওরের হয়ে দশ বছর ধরে খেলা এই প্লেয়ারের ইনস্টা পোস্টের দাম প্রায় ১০ কোটি টাকা।

১৫ ১৭

ফ্লয়েড মেওয়েদার- আমেরিকান এই বক্সারের নিক নেম ‘মানি’। তাঁর ইনস্টাগ্রামের এক একটি পোস্টের দাম প্রায় সাড়ে আট কোটি টাকা। তবে ২০১২ ও ২০১৩ সালে তিনিই ছিলেন এই তালিকার শীর্ষে।

১৬ ১৭

রন্ডা রোউসি- প্রথম আমেরিকান মহিলা হিসেবে ২০০৮ সালে তিনি অলিম্পিক্স গোল্ড জেতেন জুডোতে। এই সুন্দরী বক্সার করেছেন অভিনয়ও। তাঁর ইনস্টাগ্রামের পোস্টের দাম প্রায় ৫ কোটি টাকা।

১৭ ১৭

সেরেনা উইলিয়ামস- বিখ্যাত এই টেনিস তারকা টেনিসের সঙ্গে জনপ্রিয় নেট দুনিয়ায়ও। এই তালিকায় তিনি শেষ নাম হলেও টাকার অঙ্কটা কিন্তু নেহাত কম নয়। তাঁর পোস্টের থেকে আয়ও কিন্তু ৪ কোটির ওপরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement