বিরাট কোহলীর কেন এমন অবস্থা? —ফাইল চিত্র
১৫ অক্টোবর আইপিএল শেষ। ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি২০ বিশ্বকাপ। একটি জৈব সুরক্ষা বলয় থেকে অন্যটিতে যেতে হবে ক্রিকেটারদের। মাঝে সময় অল্পই। ভারত অধিনায়ক বিরাট কোহলী মনে করছেন তাঁকে বেঁধে রাখা হয়েছে।
শুক্রবার টুইট করে এমনটাই জানিয়েছেন কোহলী। তিনি একটি ছবি টুইট করেন। তাতে দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছেন কোহলী। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তাঁকে। সেই ছবি টুইট করে কোহলী লেখেন, ‘সুরক্ষা বলয়ের মধ্যে খেলতে এমনটাই লাগে।’
আইপিএল-এ কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লিগে তিন নম্বর দল ছিল। এলিমিনেটর পর্বে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে বিদায় নেন কোহলীরা। সেই সঙ্গে শেষ অধিনায়ক কোহলীর যাত্রাও। এ বারের আইপিএল-এই শেষ বার নেতৃত্ব দিলেন তিনি। টি২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের নেতৃত্বও ছাড়বেন কোহলী। টি২০ ক্রিকেটে ভারতকে আর নেতৃত্ব দেবেন না তিনি।