জুটি: বিশ্বকাপের পরে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন মহাতারকা দম্পতি। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে নামার পরে বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। টুইটার
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে ভাগে ভাগে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। আগেই চলে এসেছিলেন রোহিত শর্মা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরারা। বৃহস্পতিবার দেশে ফিরলেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। এ দিন মুম্বই বিমানবন্দরে দেখা যায় এই তারকা জুটিকে। স্বাভাবিক ভাবেই বিরুষ্কাকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায় বিমানবন্দরে।
ভারতে আসার পরে পরেই একটি টুইট করেন ভারত অধিনায়ক। তবে সেটি কোনও ক্রিকেট বা খেলা সংক্রান্ত টুইট নয়। অসমের বন্যা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কোহালি টুইট করেন, ‘‘অসমের বন্যার কথা শুনে বিধ্বস্ত হয়ে গিয়েছি। বন্যায় আক্রান্ত সবার জন্য প্রার্থনা করছি।’’
শুধু কোহালিই নন, অসমের বন্যা পরিস্থিতি নিয়ে টুইট করেছেন রোহিত শর্মাও। ভারতীয় সহ-অধিনায়কের পশুপ্রেমের কথা কারও অজানা নয়। গন্ডার সংরক্ষণে বারবার এগিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। রোহিত এ দিন বেশ কয়েকটি ছবিও টুইট করেছেন। তাতে দেখা যাচ্ছে, কোথাও রাস্তার উপরে এসে পড়েছে হাতির পাল। কোথাও বা দেখা যাচ্ছে মাঝরাস্তায় দাঁড়িয়ে আছে গন্ডার। এই রকম ছবি পোস্ট করে রোহিত লেখেন, ‘‘এই সব ছবি দেখে ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে। কাজিরাঙার কাছে যাঁরা থাকেন, তাঁদের বলছি, একটু সাবধানে গাড়ি চালাবেন। এই সব সুন্দর প্রাণীদের এই মুহূর্তে বড় রাস্তা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। প্রার্থনা করছি, বৃষ্টি যেন এদের একটু রেহাই দেয়।’’ অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন কে এল রাহুলও।
ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাওয়ার পরে এ বার সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে কারা, কারা যাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তারই মধ্যে ভারতীয় দলকে স্বস্তি দিতে পারে একটি খবর। দীর্ঘদিন বাদে আবার ব্যাট হাতে তুলে নিলেন শিখর ধওয়ন।
বিশ্বকাপের শুরুর দিকেই হাতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ধওয়ন। বেশ কিছু দিন ইংল্যান্ডেই ছিলেন তিনি। এ বার দেশে ফিরে এসে ভারতের বাঁ-হাতি ওপেনারকে দেখা গেল নেমে পড়েছেন ‘বটল ক্যাপ’ চ্যালেঞ্জে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ‘বটল ক্যাপ’ চ্যালেঞ্জের নিয়ম হল, হাত ব্যবহার না করে একটা বোতলের ঢাকনা খুলতে হবে। ধওয়নকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যুবরাজ সিংহ। এ দিন ধওয়ন যে ভিডিয়ো টুইটারে পোস্ট করেন, তাতে দেখা যাচ্ছে, নেটে ব্যাটিং প্র্যাক্টিস করার সময় তাঁর মারা বল গিয়ে বোতলে লাগছে এবং ঢাকনা খুলে যাচ্ছে। টুইটারে ধওয়ন আরও লেখেন, ‘‘যুবি পাজি, এটাই হল আমার বটল ক্যাপ চ্যালেঞ্জ। চোট লাগার পরে এই প্রথম ব্যাট হাতে তুলে নিলাম। ফিরে আসতে পেরে দারুণ লাগছে।’’