MS Dhoni

ফুচকা বানিয়ে পরিবেশন করছেন ধোনি! কাদের জানেন?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে তাঁকে দেখা গেল ফুচকা পরিবেশন করতে।

Advertisement

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৪
Share:

ফুচকা পরিবেশন করছেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জাতীয় ক্রিকেটদল থেকে ছয় মাসেরও বেশি সময় বাইরে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। যদিও সোশ্যাল মিডিয়ায় মেয়ের জিভার সঙ্গে খুনসুটিতে মাততে প্রায়শই দেখা যায় তাঁকে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে তাঁকে দেখা গেল ফুচকা পরিবেশন করতে।

Advertisement

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফুচকা স্টলের পাশে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। ফুচকা বিক্রেতাও রয়েছেন পাশে। ফুচকা স্টলের বিপরীত প্রান্তে থালা হাতে দাঁড়িয়ে প্রাক্তন পেস বোলার আরপি সিংহ ও স্পিনার পীযূষ চাওলা। ধোনি একটি ফুচকা নিয়ে যত্ন সহকারে তার মধ্যে ভরছেন প্রয়োজনীয় উপকরণ। তার পর সেই ফুচকাতে ভরলেন টকজল। পরিবেশন করলেন আরপি সিংহের প্লেটে। ধোনির বানানো ফুচকা পেয়ে খুশিতে গদগদ আরপি দেরি না করেই তা ভরে ফেললেন মুখে।

জানা গিয়েছে, মলদ্বীপের একটি অনুষ্ঠানে এই কাণ্ড করেছেন ধোনি। সেই ভিডিয়ো দেখে ধোনি ভক্তরা মেতেছেন তাঁর ফুচকা বানানোর কৌশলে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: হ্যাঁ, আমি কৃষ্ণাঙ্গ! বিস্ফোরক বাভুমা

আরও পড়ুন: চাপ জয় করাতেই ম্যাচ জয়, বলছেন টেলর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement