Viral

চুল কাটতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেটারকে ‘টেকো’ বানালেন তাঁর স্ত্রী!

কিন্তু সেই কাজ করতে গিয়ে তাঁর মাথার যা অবস্থা হয়েছে, সেই ছবিই তিনি পোস্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডলে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ১৫:৪০
Share:

প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার রবার্ট কি। ফাইল চিত্র।

লকডাউনে ঘরবন্দি থাকছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। যার জেরে চুল দাড়ি কাটতে স্যালোঁতে যেতে পারছেন না অনেকে। বাড়ির লোকের সাহায্যেই সেই কাজ চালিয়ে নিচ্ছেন কেউ কেউ। যেমন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালির চুল কেটে দিয়েছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। ভারত অধিনায়ককে অনুসরণ করে ঘরবন্দি অবস্থায় স্ত্রীকে তাঁর চুল কেটে দিতে বলেছিলেন ইংল্যান্ডের এক প্রাক্তন ব্যাটসম্যান। কিন্তু সেই কাজ করতে গিয়ে তাঁর মাথার যা অবস্থা হয়েছে, সেই ছবিই তিনি পোস্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডলে। তা নিয়ে মজাদার মন্তব্য করছেন তাঁর প্রাক্তন সতীর্থরা।

Advertisement

ইংল্যান্ডের ওই প্রাক্তন ক্রিকেটারের নাম রবার্ট কি। বৃহস্পতিবার সেই ছবি পোস্ট করে স্ত্রী ফ্লার কি-র উদ্দেশে লিখেছেন, ‘‘আমার হেয়ারড্রেসার হওয়ার অনুমতি আর পাবে না।’’ রবার্টের চুলের সেই অবস্থা দেখে হেসে লুটোপুটি খেয়েছেন স্যাম বিলিংস, সাইমন জোনসের মতো ইংল্যান্ড ক্রিকেটাররা।

দেখুন সেই ছবি—

Advertisement

যদিও রবার্টের চুলের এই অবস্থা হওয়ার জন্য অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন স্ত্রী ফ্লার। তিনি লিখেছেন, ‘‘দুঃখিত, কিন্তু তুমিই তো বললে ‘উপরে টেনে দিতে’...’’ তা লিখে হেসে ফেটে পড়ার ইমোজি দিয়েছেন তিনি। দেখুন সেই পোস্ট—

আরও পড়ুন: আইসোলেশন ক্রিকেটে মাতলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা

আরও পড়ুন: ছেলের সঙ্গে তুমুল নাচ! ভিডিয়ো শেয়ার করলেন শিখর ধওয়ন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement