চোট পেলেও বাইশ গজে ঝড় তুললেন পৃথ্বী শ। ছবি - টুইটার
উত্তর প্রদেশের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে জোরালো চোট পেলেন পৃথ্বী শ। তবে সেই চোট তাঁকে হার মানাতে পারেনি। বরং ব্যাট করতে নেমে বাইশ গজে ঝড় তুললেন মুম্বই অধিনায়ক। মাত্র ৩৯ বলে ৭৩ রান করেন পৃথ্বী। একই সঙ্গে চলতি বিজয় হজারে ট্রফিতে ৮ ম্যাচে সর্বাধিক ৮২৭ রান করলেন তিনি। গড় ১৬৫.৪০। সঙ্গে রয়েছে ৪টি শতরান ও ১টি অর্ধ শতরান। একটি বিজয় হজারে ট্রফিতে ৮০০ রান করার কৃতিত্ব আর কারোর নেই।
উত্তর প্রদেশের ইনিংসের ২৪তম ওভারে চোট পান পৃথ্বী। মুম্বইয়ের লেগ স্পিনার প্রশান্ত সোলাঙ্কি বল করছিলেন। উত্তর প্রদেশের ওপেনার মাধব কৌশিকের ব্যাটের কানায় লেগে বল পৃথ্বীর পায়ে গিয়ে সজোরে লাগে। রান আটকালেও চোটের আঘাতে ছটফট করতে থাকেন পৃথ্বী। সঙ্গে সঙ্গে শুশ্রূষা করার জন্য তাঁকে সাজঘরে নিয়ে যাওয়া হয়।
ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়ছেন মুম্বই অধিনায়ক। ছবি - টুইটার।
তবে ফিল্ডিং করার সময় চোট পেলেও ব্যাট হাতে নেমেই ঝড় তোলেন এই ডানহাতি। উত্তর প্রদেশের গড়া ৩১২ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করলেন পৃথ্বী। মাত্র ৩৯ বলে ৭৩ রানে আউট হন তিনি। ১০টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি দিয়ে তাঁর ইনিংস সাজানো ছিল।