cricket

এক হাতে চেজের এই দুরন্ত ক্যাচ নিয়ে চমকে দিলেন ভুবি, দেখুন ভিডিয়ো

চেজের ব্যাটে লেগে বল ভুবির দিকে এলে বাঁ-দিকে শরীর ছুড়ে সেই ক্যাচ তুলে নেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ১৫:১৪
Share:

দুরন্ত ক্যাচ নেওয়ার মুহূর্তে ভুবি। ছবি: এএফপি

একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল ভারত। সেই ম্যাচে চার উইকেট তুলে জয়ের রাস্তা মসৃণ করেন ভুবনেশ্বর কুমার। ভারতের এই পেস বোলারের নেওয়া চার উইকেটের মধ্যে রয়েছে রস্টন চেজের উইকেটও। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন ভুবি। সেই ক্যাচ নিয়েই চর্চায় নেটিজেনরা।

Advertisement

চেজের ব্যাটে লেগে বল ভুবির দিকে এলে বাঁ-দিকে শরীর ছুড়ে সেই ক্যাচ তুলে নেন তিনি। নিজের বলে নিজেই তিনি যে ভাবে ক্যাচ নিয়েছেন, তা ভারতীয় প্লেয়ারদের শারীরিক সক্ষমতার প্রমাণ দিচ্ছে। শুধু মাত্র অধিনায়ক বিরাট কোহালিই নন, সাম্প্রতিক সময় পুরো ভারতীয় দলের ফিটনেসের যে দুরন্ত উন্নতি হয়েছে, তার প্রমাণ এই ক্যাচ।

Advertisement

বিরাটের শতরান নাকি ভুবির চার উইকেট, ভারতের জয়ের আসল কারণ কী​

বিরাটের শতরান যদি ভারতকে লড়াই-এর জমি দেয়, তাহলে ভুবি চার উইকেট নিয়ে সেই জমিতে ফসল ফলান। এখন সিরিজের শেষ ম্যাচের দিকে তাকিয়ে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement