ভিনাসের রেকর্ড, কের্বেরের হার

টেনিস দুনিয়ার চারটে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডনেই শুধু এই ঐতিহ্যটা রয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার পরে মাঝের রবিবার বিশ্রাম। ঠিক পরের দিনই চতুর্থ রাউন্ডের সমস্ত খেলা হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৭ ০৫:০৮
Share:

অ্যাঞ্জেলিক কের্বের।

এক প্রাক্তন চ্যাম্পিয়নের নয়া রেকর্ড ও আর এক বিশ্বসেরার মুকুট হারানো। রবিবার ‘রেস্ট ডে’-র পরে উইম্বলডনে ‘ম্যানিক মানডে’র সবচেয়ে আলোচিত দুটো ঘটনা ঘিরে রইল তাঁদের নিয়ে— ভিনাস উইলিয়ামস এবং অ্যাঞ্জেলিক কের্বের।

Advertisement

টেনিস দুনিয়ার চারটে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডনেই শুধু এই ঐতিহ্যটা রয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ার পরে মাঝের রবিবার বিশ্রাম। ঠিক পরের দিনই চতুর্থ রাউন্ডের সমস্ত খেলা হয়। তাই দিনটার নাম ‘ম্যানিক মানডে’।

অল ইংল্যান্ড ক্লাবে টুর্নামেন্টের বিশেষ দিনটা এ বার স্মরণীয় হয়ে রইল ভিনাসের জন্য এ বার। যুক্তরাষ্ট্রের প্রাক্তন চ্যাম্পিয়ন এবং দশম বাছাই ক্রোয়েশিয়ার আনা কনজু-কে ৬-৩, ৬-২ হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। ১৯৯৪ সালে মার্টিনা নাভ্রাতিলোভার পরে গত ২৩ বছরে তিনিই সবচেয়ে বয়স্ক খেলোয়া়ড় হিসেবে মেয়েদের সিঙ্গলসে শেষ আটে উঠলেন।

Advertisement

আরও পড়ুন: সার্ভিসের ঝড় উঠে রাফার স্বপ্নভঙ্গ

ঠিক উল্টো ছবি জার্মানির অ্যাঞ্জেলিক কের্বের-এর। শীর্ষবাছাই জার্মান খেলোয়াড় চতুর্থ রাউন্ডে ৬-৪, ৪-৬, ৪-৬ হারলেন সোমবার গারবিনে মুগুরুজার কাছে। যে হারে তাঁর বিশ্বের এক নম্বরের সিংহাসন থেকেও নেমে যাওয়াও নিশ্চিত হয়ে গেল। এ বছর তিনটি গ্র্যান্ড স্ল্যামের কোনওটিতেই শেষ আটে উঠতে পারেননি কের্বের। জার্মান খেলোয়াড়ের জায়গায় বিশ্বসেরা হওয়ার সুযোগ সিমোনা হালেপ অথবা ক্যারোলিনা প্লিসকোভার।

এ ছাড়া অঘটন ঘটিয়ে শেষ আটে উঠলেন কোকো ভ্যান্ডেওয়েগে। ২৪ নম্বর বাছাই স্ট্রেট সেটে হারান প্রাক্তন বিশ্বসেরা ও পঞ্চম বাছাই ক্যারোলিন ওজনিয়াকিকে। শেষ আটে উঠেছেন সিমোনা হালেপও। তিনি ৭-৬, ৬-২ হারান ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ব্রিটিশ এক নম্বর ইয়োহানা কন্টা তিন সেটের লড়াইয়ে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে শেষ আটে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে উঠেছেন শ্বেতলানা কুজেনেৎসোভা, ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জেলেনা অস্তাপেঙ্কো, ম্যাগডালেনা রাইবারিকোভাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement