নোভাক জকোভিচ। ছবি: এএফপি।
২০১৭-এ আর কোন প্রতিযোগিত মূলক টুর্নামেন্টে খেলতে দেখা যাবে না নোভাক জকোভিচকে। বুধবার ফেসবুক লাইভে এই কথা জানিয়ে দিলেন প্রাক্তন বিশ্বসেরা এই টেনিস তারকা। বহু দিন ধরেই ডান কনুইয়ের চোটে ভুগছিলেন জোকার। এই চোট বড় আকার ধারণ করে সদ্য সমাপ্ত উইম্বলডনে। উইম্বলডনে কোয়ার্টার ফাইনালের ম্যাচে টমাস বার্ডিজের বিপক্ষে খেলার সময় কনুইয়ে পুরণ জায়গায় ব্যাথা অনুভব করেন জোকার। ব্যাথা এতটাই গুরুতর ছিল যে সেই ম্যাচ থেকেই নিজের নাম প্রত্যাহার করে নেন জকোভিচ। এর পরই চলতি মরসুমে জোকারের ভবিষ্যত নিয়ে সনিগ্ধ ছিল টেনিস বিশ্ব।
আরও পড়ুন: এই ক্যাচও ধরা সম্ভব! দেখুন ভিডিও
গতকাল জোকারের চোটর অবস্থা জানাতে গিয়ে সার্বিয়ার ডেভিস কাপ দলের ডাক্তার জানিয়েছিলেন পরবর্তি টুর্নামেন্টে মাঠে ফেরা বেশ কঠিন জোকারের। এবং তিনি এও জনান যুক্তরাষ্ট্র ওপেনেও হয়ত নামতে পারবেন না নোভাক। আর সেই কথাই এ দিন সত্য প্রমাণিত করে দিল জোকার নিজেই। তিনি বলেন, “চোট বেশ ভালই আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি চলতি মরসুমে আর কোনও টুর্নামেন্টেই অংশ নেব না।”
ফলে জোকারের এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে গেল চলতি মরসুমে যুক্তরাষ্ট্র ওপেনে আর কোর্টে দেখা যাবে না তাঁকে।
দেখুন ভিডিও: