Luis Suarez

ফুটবলে ফের করোনা, আক্রান্ত সুয়ারেস

উরুগুয়ে ফুটবল ফেডারেশনের তরফে বলা হয়েছে, ‘‘জাতীয় দলের প্রত্যেকের কোভিড পরীক্ষা করা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৪:৪১
Share:

ধাক্কা: করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে সুয়ারেস। ফাইল চিত্র

বিশ্ব ফুটবলে আবার বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। মহম্মদ সালাহর পরে সংক্রমিত হলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেস। ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচে তিনি খেলতে পারবেন না। শুধু তাই নয়, এই সপ্তাহে লা লিগায় আতলেতিকো দে মাদ্রিদের হয়েও পুরনো ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে নামতে পারবেন না।

Advertisement

উরুগুয়ে ফুটবল ফেডারেশনের তরফে বলা হয়েছে, ‘‘জাতীয় দলের প্রত্যেকের কোভিড পরীক্ষা করা হয়েছে। লুইস সুয়ারেস, রদ্রিগো মুনোস এবং কর্মকর্তা মাতিয়াস ফারালের রিপোর্ট পজিটিভ এসেছে।’’ তবে তিন জনের অবস্থাই স্থিতিশীল বলে জানানো হয়েছে। শেষ ম্যাচে উরুগুয়ে ৩-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে দিয়েছিল। পরে আবার জানা যায়, তাদের ডিফেন্ডার মাতিয়াস ভিনাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement