অস্ট্রেলীয় ওপেনে ফেডেরারের চিন্তা অবাছাইদের নিয়ে

৩৭ বছর বয়সেও তিনিই যে এই প্রতিযোগিতার সেরা আকর্ষণ, তা খুব ভালই জানেন ফেডেরার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০৩:০৭
Share:

মরিয়া: মেলবোর্নে প্রস্তুতি শুরু ফেডেরারের। বুধবার। ছবি: গেটি ইমেজেস

টানা তিন বারের জন্য অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়ের হাতছানি তাঁর সামনে। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন রজার ফেডেরার।

Advertisement

বরং ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ভাবছেন মেলবোর্ন পার্কে এ বারের অবাছাই তারকাদের নিয়ে। যে তালিকায় নাম রয়েছে নিক কিরিয়স, জো উইলফ্রিড সংগা, অ্যান্ডি মারে, টমাস বার্ডিখের। এঁদের মধ্যে যদি কোনও একজনের সঙ্গেও প্রথম রাউন্ডে দেখা হয়, তা হলে ম্যাচ জয় কতটা কঠিন হতে পারে, তা নিয়ে ভাবছেন সুইস তারকা। ফেডেরার বলেছেন, ‘‘এ বারের ড্র আমার কাছে খুবই আকর্ষণীয় হতে চলেছে। যে কোনও প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচ বরাবর কঠিন হয়ে থাকে। এবং আমাকে যে কোনও মূল্যে সেই ম্যাচটা জিততে হবে।’’

৩৭ বছর বয়সেও তিনিই যে এই প্রতিযোগিতার সেরা আকর্ষণ, তা খুব ভালই জানেন ফেডেরার। তাই হয়তো তিনি এ বার অনেক বেশি সতর্ক থাকতে চাইছেন। বলেছেন, ‘‘আমাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে, সেটা বেশ অস্বস্তিকর। সকলে ধরেই নেন যে, আমি অনায়াসে ম্যাচ জিতে যাব। তাই আত্মবিশ্বাসকে সর্বোচ্চ পর্যায়ে রেখে অভিযান শুরু করতে হবে।’’

Advertisement

হাঁটুর অস্ত্রোপচার করিয়ে অনেকটা সময় কোর্টের বাইরে থাকা। তার পরে আবার সাড়ম্বর প্রত্যাবর্তন। নিজেকে নতুন ভাবে ফিরে পাওয়ার সেই নিরলস প্রয়াস ফেডেরারের মানসিকতায় এনেছে এক আমূল পরিবর্তন। তিনি বলেছেন, ‘‘গত বার শুরুটা এত ভাল হয়েছিল যে, মনের মধ্যে সেই বিশ্বাস ফিরে এসেছিল আমি আবার আগের মতোই সুন্দর টেনিস খেলতে পারি। হয়তো পরের দিকে সেই ছন্দে সামান্য চ্যুতি ঘটেছিল। কিন্তু আমার কাছে সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল, কী ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছি।’’ আরও বলেছেন, ‘‘কী ধরনের ক্রীড়াসূচি রয়েছে, সেটা দেখে নিয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলার ব্যাপারকে এখন সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। তার বাইরে অন্য কোনও বিষয় নিয়ে চিন্তা করার অভ্যাস আমি পাল্টে ফেলেছি।’’

তবে তাঁর এই নতুন ভাবে ফিরে আসার পিছনে পরিবারের যে বিশাল অবদান রয়েছে, তা স্বীকার করেছেন ফেডেরার। বলেছেন, ‘‘নিঃসন্দেহে টেনিস আমার কাছে অন্য এক অর্থ বহন করে। কিন্তু তা পরিবারের থেকে বেশি গুরুত্বপূর্ণ কখনওই নয়। এখন তো আমার সঙ্গে চার সন্তানও প্রায়ই বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ে। খেলার ব্যস্ততার ফাঁকে সময় বার করে নিয়ে তাদের হাসিখুশি রাখা আমার কাছে খুব বড় এক দায়িত্ব। সেই ব্যাপারকে উপেক্ষা করতে পারি না। চেষ্টা করি সেই দায়িত্ব পালনেরও।’’ আরও বলেছেন, ‘‘বরং ওদের মুখে হাসি দেখলে ভাল টেনিস খেলাটা আমার কাছে অনেক সহজ হয়ে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement