ভাঙা চোয়াল নিয়ে খেললেন উন্মুক্ত চাঁদ। ছবি: টুইটার।
অনিল কুম্বলেকে মনে করালেন উন্মুক্ত চাঁদ। ভাঙা চোয়াল নিয়ে সেঞ্চুরি করলেন ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক। বিজয় হাজারে ট্রফির ঘটনা। উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লির উন্মুক্ত চাঁদ।
নেটে প্র্যাকটিসের সময়ই চোট পেয়েছিলেন উন্মুক্ত। ওই চোট নিয়ে খেলা সম্ভব ছিল না। কিন্তু পিছিয়ে যাননি উন্মুক্ত। ভাঙা চোয়ালে ব্যান্ডেজ বেঁধেই ব্যাট করতে নামেন দিল্লির ওপেনার। তাঁর সেঞ্চুরিতেই ৫৫ রানে উত্তর প্রদেশকে হারিয়ে দেয় দিল্লি। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান করে দিল্লি। উন্মুক্ত চাঁদ ১২৫ বলে ১১৬ রানের ইনিংস খেলেন। যে ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে।
একইভাবে ভাঙা চোয়াল নিয়ে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগায় খেলেছিলেন অনিল কুম্বলে। উন্মুক্ত চাঁদের এই চোয়াল ভাঙা ইনিংস সেই সময়কে আবার ফিরিয়ে আনল ভারতীয় ক্রিকেটে। এর পর উন্মুক্ত চাঁদের সেই ব্যান্ডেজ মুখে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ছড়িয়ে পড়ে তাঁর সমর্থকদের।