under 23 AFC Asian Cup: ধীরজের দুরন্ত লড়াই সত্ত্বেও হার ভারতের

খেলা শেষ হওয়ার আট মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে সংযুক্ত আরব আমিরশাহিকে জেতালেন আবদুল্লা ইদ্রিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ০৮:৫৪
Share:

ধীরজ। ফাইল চিত্র।

ভারত ০ • আমিরশাহি ১

Advertisement

অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে জয়ের আশা অপূর্ণই থাকল ভারতীয় দলের। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে সংযুক্ত আরব আমিরশাহিকে জেতালেন আবদুল্লা ইদ্রিস।

ওমানকে প্রথম ম্যাচে ২-১ হারিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন রহিম আলি, বিক্রম প্রতাপ সিংহেরা। বুধবার ঘরের মাঠে আমিরশাহি অবশ্য প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে। ১০ মিনিটে সৈয়দ আলকাবির শট কোনওমতে বাঁচান গোলরক্ষক ধীরজ সিংহ। ২৬ মিনিটে আমিরশাহির পেনাল্টি বক্সে বল ভাসিয়ে দিয়েছিলেন রাহুল কে পি। মাথা ছোঁয়াতে পারেননি রহিম। ৩৪ মিনিটে রশিদ সেলিমের শট বাঁচান ধীরজ। তিন মিনিটের মধ্যেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু লালেংমাওয়াইয়া রালতে গোলরক্ষকের হাতে বল তুলে দেন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফের অবধারিত গোল বাঁচান ধীরজ। ৮২ মিনিটে নিজেদের বক্সের মধ্যে সুরেশ সিংহ ফাউল করেন আলি সালেকে। পেনাল্টি থেকে গোল করেন আবদুল্লা। ধীরজের দুরন্ত লড়াই সত্ত্বেও শেষরক্ষা হল না।

Advertisement

আমিরশাহির কাছে হারলেও মূল পর্বে যোগ্যতা অর্জনের আশা এখনও শেষ হয়ে যায়নি ভারতীয় দলের। এই মুহূর্তে ‘ই’ গ্রুপে সব দলেরই দুই ম্যাচে তিন পয়েন্ট করে রয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে যাবে। সব ক’টি গ্রুপের সেরা চারটি রানার্স দলও যোগ্যতা অর্জন করবে। তবে শেষ ম্যাচে কিরঘিজ় প্রজাতন্ত্রের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement