লিগ খেতাবের ফয়সালার ম্যাচ নিয়ে আপত্তি পুলিশের

কল্যাণী স্টেডিয়ামে ২ অক্টোবর ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ করতে চেয়ে পুলিশের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য ফুটবল সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০৪:৫২
Share:

ছবি: সংগৃহীত।

লিগ খেতাবের ফয়সালার ম্যাচ কবে হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল না আইএফএ। পুলিশি আপত্তিতে তা ঝুলেই থাকল।

Advertisement

কল্যাণী স্টেডিয়ামে ২ অক্টোবর ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ করতে চেয়ে পুলিশের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য ফুটবল সংস্থা। পুজোর মুখে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় জানিয়ে সোমবার রাত পর্যন্ত ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি পুলিশ। ফলে সমস্যায় আইএফএ। সংস্থার সচিব সোমবার বলেন, ‘‘পুজোর আগেই লিগ শেষ করব। ২ অক্টোবর না হলে পরের দিন অর্থাৎ শুক্রবার ম্যাচ হতে পারে। সেই চেষ্টা চলছে।’’ সবমিলিয়ে ম্যাচ আয়োজন নিয়ে ধোঁয়াশা থাকছে। ময়দানে গুঞ্জন, পুজোর পরে খেলা হলে ইস্টবেঙ্গল বাড়তি সুবিধা পাবে। কারণ কাস্টমসকে তখন বিদেশি ছাড়াই খেলতে হবে। বিদেশিদের সঙ্গে বিশ্বজিৎ ভট্টাচার্যের দলের চুক্তি সেপ্টেম্বর পর্যন্ত। ফিলিপ আজাদের দু’চারদিন বাড়তি রাখা যাবে হয়তো। কিন্তু পুরো অক্টোবর পর্যন্ত তাঁদের রাখতে হলে আর্থিক খরচ বেড়ে যাবে। কিন্তু পুজোর আগে ফয়সালার ম্যাচ হলে কি ইস্টবেঙ্গল খেলবে? তারা রবিবার ‘দ্বিচারিতার’ অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে আইএফএকে। প্রশ্ন তুলেছে, খেতাবের লড়াইতে থাকা সত্ত্বেও তাদের মাঠে ম্যাচ বন্ধ থাকলেও কেন পিয়ারলেস ম্যাচ হল? লাল-হলুদের কর্তারা এ দিনও বলেছেন, ‘‘ওই চিঠির উত্তর পেলেই খেলব কি না, সিদ্ধান্ত নেব।’’ আইএফএ চিঠির উত্তর দেওয়ার সঙ্গে লাল-হলুদ কর্তাদের সঙ্গে কথা বলে ম্যাচটি করার চেষ্টা করছে।

এ দিকে, কলকাতা লিগে অবনমন নিয়েও চলছে তীব্র লড়াই। আজ, মঙ্গলবার অবনমনে থাকা চারটি দলের ম্যাচ রয়েছে তিন মাঠে। ভবানীপুর যদি এরিয়ানকে হারায় এবং কালীঘাট এমএস যদি বিএসএসকে হারিয়ে তিন পয়েন্ট পায়, তা হলে অনেক কিছুই ওলটপালট হয়ে যাবে। সাদার্ন সমিতি বনাম রেনবো ম্যাচের ফলের উপরেও নির্ভর করছে অবনমনের অঙ্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement