ইউক্রেনের আরও এক টেনিস খেলোয়াড় ডায়না ইয়াসট্রেমস্কা। ২১ বছরের এই মহিলা খেলোয়াড় ইনস্টাগ্রামে লেখেন, ‘দু’রাত মাটির নীচে গাড়ি রাখার জায়গায় ছিলাম। এর পরেই আমার মা-বাবা সিদ্ধান্ত নেন যে ভাবেই হোক বোন এবং আমাকে ইউক্রেনের বাইরে পাঠানোর। মা, বাবা, আমরা তোমাদের খুব ভালবাসি। তোমরা নিজেদের দিকে খেয়াল রেখো। আমি আমার দেশকে খুব ভালবাসি।’
—ফাইল চিত্র
ইউক্রেনের সৈন্য দলে যোগ দিলেন টেনিস তারকা সার্জি স্তাখোভস্কি। শনিবার তিনি জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য রিজার্ভ সৈন্য দলে যোগ দিয়েছেন। ৩৬ বছরের এই টেনিস তারকা এক সময় ক্রমতালিকায় বিশ্বের ৩১ নম্বর ছিলেন। রজার ফেডেরারকে উইম্বলডনে হারিয়ে দিয়েছিলেন এক বার।
এক সংবাদমাধ্যমকে স্তাখোভস্কি বলেন, “অবশ্যই আমি লড়ব। সেই জন্যই আমি ফিরছি। গত সপ্তাহেই আমি রিজার্ভ দলে নাম লিখিয়েছি। আমার কোনও সামরিক অভিজ্ঞতা নেই, কিন্তু ব্যক্তিগত ভাবে আমি বন্দুক চালানো শিখেছি। আমার বাবা এবং ভাই চিকিৎসক। তাঁরা খুব চিন্তিত। আমি তাঁদের বলেছি বেসমেন্টে থাকতে।”
ইউক্রেনের আরও এক টেনিস খেলোয়াড় ডায়না ইয়াসট্রেমস্কা। ২১ বছরের এই মহিলা খেলোয়াড় ইনস্টাগ্রামে লেখেন, ‘দু’রাত মাটির নীচে গাড়ি রাখার জায়গায় ছিলাম। এর পরেই আমার মা-বাবা সিদ্ধান্ত নেন যে ভাবেই হোক বোন এবং আমাকে ইউক্রেনের বাইরে পাঠানোর। মা, বাবা, আমরা তোমাদের খুব ভালবাসি। তোমরা নিজেদের দিকে খেয়াল রেখো। আমি আমার দেশকে খুব ভালবাসি।’
এর আগে ইউক্রেনের হয়ে যুদ্ধে নামার জন্য তৈরি বলে জানিয়েছিলেন বিশ্বসেরা প্রাক্তন বক্সার ভিতালি ক্লিৎসকো। তিনি কিভের মেয়রও। সেই সঙ্গে তাঁর ভাই ‘হল অব ফেম’ বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোও অস্ত্র তুলে নিতে তৈরি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান ক্লিৎসকো ভাইরা।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেন। স্থলে, জলে এবং আকাশে ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান চালায় রাশিয়া। ইতিমধ্যেই কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।