Patrick Schick

Euro 2020: ইউরোর ইতিহাসে অন্যতম বিস্ময়কর গোল প্যাট্রিক শিকের, দেখুন ভিডিয়ো

৪২ মিনিটের মাথায় চেক প্রজাতন্ত্রের হয়ে প্রথম গোলটিও করেন প্যাট্রিক শিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ২১:১৮
Share:

গোল করে উল্লসিত প্যাট্রিক শিক টুইটার

ম্যাচের বয়স তখন ৫২ মিনিট। ১-০ গোলে স্কটল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে রয়েছে চেক প্রজাতন্ত্র। সেই সময়ই ইউরোর ইতিহাসে অন্যতম বিস্ময়কর গোল করে ফেললেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক।

Advertisement

হাফলাইনের থেকে তখন কিছুটা এগিয়ে শিক। স্কটিশ গোলরক্ষক ডেভিড মার্শালকে গোল ছেড়ে সামনের দিকে এগিয়ে থাকতে দেখেন প্যাট্রিক। সুযোগ বুঝে গোল লক্ষ্য করে শট করেন তিনি। ডান পায়ে অসাধারণ দক্ষতায় মারা শট জড়ায় জালে। পেছন দিকে দৌড়ে এসেও সেই শট রুখতে ব্যর্থ হন মার্শাল।

এর আগে ৪২ মিনিটের মাথায় চেক প্রজাতন্ত্রের হয়ে প্রথম গোলটিও করেন শিক। রাইট ব্যাক ভ্লাদিমির কাউফলের ক্রস থেকে গোল পোস্টের বাঁদিকের কোনা বরাবর হেড করে গোল করে যান প্যাট্রিক।

Advertisement

প্রথম ম্যাচে তিন পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ ডি-র শীর্ষে চলে গেল চেক প্রজাতন্ত্র। শুক্রবার তারা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement