Emil Forsberg

Euro 2021: ইউরোয় দ্বিতীয় দ্রুততম গোল করলেন সুইডেনের ফর্সবার্গ

ম্যাচে ২টি গোল করেন ফর্সবার্গ

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ২৩:১৩
Share:

এমিল ফর্সবার্গ ফাইল চিত্র

ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করেছেন সুইডেনের এমিল ফর্সবার্গ। পোলান্ডের বিরুদ্ধে ম্যাচের ৮১ সেকেন্ডে গোল করেন তিনি। ইউরোর ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড রয়েছে দিমিত্রি কিরিচেঙ্কোর। ২০০৪ সালে ইউরোতে গ্রিসের বিরুদ্ধে ৬৫ সেকেন্ডে গোল করেন তিনি।

Advertisement

বুধবার পোলান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পায় সুইডেন। ম্যাচে ২টি গোল করেন ফর্সবার্গ। ইশাকের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে শট করেন ফর্সবার্গ। বল গোলে ঢোকে। প্রথম গোল পায় সুইডেন। যা ইউরোর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ৫৯ মিনিটে দ্বিতীয় গোলটাও আসে তাঁর পা থেকেই। তবে ৮৪ মিনিটে দুটি গোলই শোধ করে দেন রবার্ট লেওয়ানডস্কি। তবুও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে ভিক্টর ক্লাসেনের গোলে জয় পায় সুইডেন।

শেষ ষোলয় সুইডেন খেলবে ইউক্রেনের বিরুদ্ধে। ইউরোতে ইতিমধ্যে ৩টি গোল করে ফেলেছেন ফর্সবার্গ। পোলান্ড ছাড়াও স্লোভাকিয়ার বিরদ্ধে গোল পেয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement