UEFA Champions League

ম্যান ইউয়ের হার, বড় জয় সালাহদের

৪৩ মিনিটে অ্যান্টনি মার্সিয়াল ব্যবধান কমালেও ম্যান ইউয়ের হার বাঁচাতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ০৫:১০
Share:

দলকে জেতাতে পারলেন না ব্র‌ুনো ফার্নান্ডেজ। ছবি এএফপি।

ইপিএলে আর্সেনালের কাছে হারের পরে এ বার বিপর্যয় চ্যাম্পিয়ন্স লিগে। বুধবার রাতে ইস্তানবুল বাসাকসেহির ২-১ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ১২ মিনিটে বাসাকসেহিরকে এগিয়ে দেন দেমবা বা। ৪০ মিনিটে ২-০ করেন এডিন ভিস্কা। ৪৩ মিনিটে অ্যান্টনি মার্সিয়াল ব্যবধান কমালেও ম্যান ইউয়ের হার বাঁচাতে পারেননি।

Advertisement

র‌্যামোসের কীর্তি: ইন্টার মিলানকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটে গোল করেন করিম বেঞ্জেমা। ৩৩ মিনিটে ২-০ করেন সের্খিয়ো র‌্যামোস। মঙ্গলবার রিয়ালের জার্সিতে শততম গোল করার নজিরও গড়েছেন তিনি। ৩৫ মিনিটে ব্যবধান কমান লউতারো মার্তিনেস। ৬৮ মিনিটে ২-২ করেন ইভান পেরিসিচ। ৮০ মিনিটে ৩-২ করেন রদ্রিগো।

লিভারপুলের পাঁচ গোল: আটলান্টাকে ৫-০ চূর্ণ করল লিভারপুল। নেপথ্যে দিয়েগো জ়োতার দুরন্ত হ্যাটট্রিক। একটি করে গোল করেন মহম্মদ সালাহ ও সাদিয়ো মানে।

Advertisement

জয়ী ম্যান সিটি: অলিম্পিয়াকোসকে ৩-০ হারাল ম্যাঞ্চেস্টার সিটি। গোল করেন ফেরান তোরহেস, গ্যাব্রিয়েল জেসুস ও জোয়াও কানসেলো।

বিধ্বংসী বায়ার্ন: সালসবুর্গকে ৬-২ উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন রবার্ট লেয়নডস্কি।

আতলেতিকোর ড্র: লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া আতলেতিকো দে মাদ্রিদের। ১-১ গোলে শেষ হল ম্যাচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement