প্রত্যয়ী বিবিয়ানো। ফাইল চিত্র
দু’বছর আগে অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ০-১ হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছিল ভারতীয় দল। এ বার অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপে ফের ভারতের গ্রুপেই রয়েছে দক্ষিণ কোরিয়া। ‘সি’ গ্রুপে ভারতের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও উজ়বেকিস্তান। যা প্রতিযোগিতার অন্যতম কঠিন গ্রুপ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
অনূর্ধ্ব-১৬ ভারতীয় দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ যদিও তাঁর প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ। শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আয়োজিত ইনস্টাগ্রাম চ্যাটে তিনি বলে দিলেন, ‘‘মূল পর্বে কাদের বিরুদ্ধে খেলতে হবে তা নিয়ে ভাবছি না। যোগ্যতা অর্জন পর্বে বাহরিন ও তুর্কমেনিস্তান দুটো দলকেই ৫-০ হারিয়েছিলাম। আর উজ়বেকিস্তান ম্যাচ ১-১ ড্র হয়। আমাদের ছেলেরা অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভাল ফল করতে চায়।’’ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেই মিলবে ২০২১ সালে পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ।
বিবিয়ানোর কোচিংয়ে অনূর্ধ্ব-১৬ ভারতীয় দলের খেলার প্রশংসা করেছেন সুনীল ছেত্রীও। ভারতের সিনিয়র দলের অধিনায়ক বলেছেন, ‘‘অনূর্ধ্ব-১৬ দলের ভক্ত হয়ে গিয়েছি। গত কয়েক বছর ধরে দুর্দান্ত খেলছে ওরা। বিবিয়ানোর ছেলেরা রোজ উন্নতি করছে। ওদের ভাল খবর শোনার অপেক্ষায় রয়েছি।’’ সুনীল যোগ করেছেন, ‘‘এশিয়ায় প্রথম ১০ দলের মধ্যে ঢুকে পড়াই লক্ষ্য আমাদের। এই যুব ফুটবলারেরাই সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারে।’’
অভিভূত বিবিয়ানো বলছেন, ‘‘গত এক দশক ধরে ভারতীয় ফুটবলকে অনেক সাফল্য এনে দিয়েছে সুনীল। জাতীয় দলের অধিনায়কের এই প্রশংসা আমাদের কাছে প্রেরণা। সঙ্গে চাপও বাড়াচ্ছে। কারণ মূল পর্বে আরও ভাল ফুটবল খেলে ওর মন জিততে হবে।’’