একের পর এক ক্লাব দল উঠে গেলেও, আই লিগে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে ফ্র্যাঞ্চাইজি দল। পরিস্থিতি যা, তাতে আই লিগ হতে পারে দশ বা এগারো দলের। ডিসেম্বরের শুরুতে জানা যাবে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে ক’টা ম্যাচ খেলতে হবে লিগে।
এএফসি কাপে বেঙ্গালুরুর সাফল্যের পর গোয়া এবং পঞ্জাবের দু’টি ক্লাব, ফ্যাঞ্চাইজির নিয়ম মেনে আই লিগ খেলার জন্য আগ্রহী হয়ে উঠেছে।
কয়েক সপ্তাহ আগে নতুন দল চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল ফেডারেশন। গোয়ার পেশাদার লিগের ক্লাব বার্দেজ এবং পঞ্জাবের ক্লাব মিনার্ভা তাতে সাড়া দিয়ে বিড জমা দিয়েছে। আই লিগের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘দুটো ক্লাবই আমাদের কাছে এসে নিয়মকানুন জেনে গিয়েছে। ১৯ অক্টোবর পর্যন্ত বিড জমা দেওয়ার সময় আছে। তার পর বিডগুলো খোলা হবে। নিয়ম অনুযায়ী যা দরকার, ওদের যদি সেটা থাকে তা হলে খেলবে। ’’
গোয়ার পেশাদার লিগের দল, উত্তর গোয়ার বার্দেজে কোচিং করাচ্ছেন পাঁচ বার ডেম্পোকে চ্যাম্পিয়ন করা আমার্ন্দো কোলাসো। টিমটা লিগে ভালই খেলছে। এখনও পর্যন্ত খবর, ডেম্পো এবং স্পোর্টিং ক্লুব খেলছে। তবে সালগাওকর টিম তুলে নেওয়ায় গোয়া থেকে একটি দল নিতে আগ্রহী ফেডারেশন। আবার প্রথম বারের জাতীয় লিগ চ্যাম্পিয়ন জেসিটি দল তুলে নেওয়ার পর পঞ্জাব থেকে কোনও দল ছিল না আই লিগে। চণ্ডীগড়ের টিম মিনার্ভা আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলেছে গত বছর। অনূর্ধ্ব-১৫ আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেটার হরভজন সিংহ এবং যুবরাজ সিংহ এই টিমটার শুভেচ্ছা দূত। মিনার্ভা খেলার সুযোগ পেলে বহুদিন পর পঞ্জাব থেকে একটা টিম খেলবে। সুনন্দ বললেন, ‘‘দশ বা এগারো দলের লিগ হবে, না নয় দলের লিগই হবে সেটা নিশ্চিত হওয়ার পরই সূচি তৈরি হবে।’’