সচিবকে নোটিস, বঙ্গ দাবায় ডামাডোল

এ দিন কলকাতা ক্রীড়াসাংবাদিক তাঁবুতে সাংবাদিক সম্মেলন করেন বিসিএ-র ভাইস প্রেসিডেন্ট সায়ন মুখোপাধ্যায়-সহ কর্মসমিতির ছয় কর্তা। তাঁরা বলেন, ‘‘সচিব স্বার্থ সংঘাত-সহ, একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন। ভয়ে তাঁর বিরুদ্ধে যাওয়া যায় না। গত ১৩ জুলাই সংস্থার বার্ষিক সাধারণ সভার পরে এই অভিযোগ জানা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৯
Share:

ফাইল চিত্র।

বঙ্গ দাবায় ডামাডোল বাড়ছে। এক সপ্তাহ আগে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর সচিব অতনু লাহিড়ীর বিরুদ্ধে স্বার্থ সংঘাত, একনায়কতন্ত্রের অভিযোগ এনেছিলেন প্রাক্তন দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। তার পরেই নড়েচড়ে বসেন বিসিএ কর্তারা। সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে এ বার অতনুবাবুকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হল। ২১ দিনে উত্তর দিতে বলা হয়েছে। এ ছাড়াও সংস্থার দুই সহ-সভাপতি সায়ন মুখোপাধ্যায় ও নান্টু পালকে নিয়ে গঠন করা হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। যে কমিটির কাছে অতনুবাবুকে কারণ-সহ জানাতে হবে কেন শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁর শাস্তি হবে না।

Advertisement

এ দিন কলকাতা ক্রীড়াসাংবাদিক তাঁবুতে সাংবাদিক সম্মেলন করেন বিসিএ-র ভাইস প্রেসিডেন্ট সায়ন মুখোপাধ্যায়-সহ কর্মসমিতির ছয় কর্তা। তাঁরা বলেন, ‘‘সচিব স্বার্থ সংঘাত-সহ, একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন। ভয়ে তাঁর বিরুদ্ধে যাওয়া যায় না। গত ১৩ জুলাই সংস্থার বার্ষিক সাধারণ সভার পরে এই অভিযোগ জানা যায়। ইতিমধ্যেই অতনুবাবুকে নোটিস পাঠানো হয়েছে। এ ব্যাপারে কর্মসমিতির ১৪ জনের মধ্যে ৮ জনই আমাদের সঙ্গে রয়েছেন।’’ এ ছাড়াও দাবার সর্বভারতীয় ফেডারেশন ইতিমধ্যেই বিসিএ সচিবকে তীব্র সমালোচনা করার পাশাপাশি সব অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছেন বলেও জানান বিসিএ কর্তারা। আপাতত সচিব হিসেবে অতনুবাবুর সমস্ত ক্ষমতা খর্ব করেছে কর্মসমিতির সংখ্যাগরিষ্ঠ অংশ। সদ্য তৈরি হওয়া তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি নির্বাচন-সহ সংস্থার দৈনন্দিন কাজকর্ম দেখভাল করবে। অতনুবাবু মঙ্গলবারই চিন থেকে ফিরেছেন ক্যাডেট বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে। তাঁর কথায়, ‘‘দিব্যেন্দুর নেতৃত্বে বিসিএ-র একদল কর্তা আমাকে সরিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত করছেন। ওঁদের সব অভিযোগ মিথ্যা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement